গ্রামীণফোন সিমে ১ জিবি ইন্টারনেট কীভাবে নিবো? এবং কত বার নিতে পারবো?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন বন্ধুরা? আসা করি ভালো আছেন মহান আল্লাহর রহমতে। আজকে আমি কিছু আলোচনা করবো। গ্রামীণফোন সিমে কীভাবে ১ জিবি ইন্টারনেট বার,বার নিবেন এবং কত দিন নিতে পারবেন। এই ওফারটি সবাই পাবেন আসা করি।
আমরা সবাই জানি যে গ্রামীণফোন সিম আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান নেটওয়ার্ক। এই সিমের নেটওয়ার্ক পুরো বাংলাদেশে ছরিয়ে আছে। আপনি যেখানেই যান না কেন সব জাগাই এই গ্রামীণফোন নেটওয়ার্ক পাবেন।
গ্রামীণফোন নেটওয়ার্ক আমাদের বাংলাদেশের ১ নাম্বার নেটওয়ার্ক।
গ্রামীণফোন নেটওয়ার্ক থাকায় আমরা সব সময় সব জাগাই নেটওয়ার্ক পাওয়া যাই। এই নেটওয়ার্ক থাকাই আমরা অনেক উপকার লাভ করছি। যদি গ্রামীণফোন সিমের নেটওয়ার্ক না থাকতো তাহলে আমরা এত সুবিধা পেতাম না। আমাদের গ্রামের বাড়ি থেকেও কথা বলার জন্য তেমন সুবিধা হতো না এই গ্রামীণফোন সিম নেটওয়ার্ক আমাদের সারা বাংলাদেশে ছরিয়ে দিলো নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
আজকে বলতে চাচ্ছিলাম ১ জিবি ইন্টারনেট ২৫ টাকায় কীভাবে বার,বার নিবো এবং কত বার পাবো?
আপনি যদি এই ওফারটি নিতে চান তাহলে অবশ্যই আপনার গ্রামীণফোন সিমে ২৫ টাকা ব্যালেন্স রাখতে হবে সর্বনিম্ন। তার পর ডায়াল করুন।
১ জিবি ইন্টারনেট ২৫ টাকায়।
কোড — *১২১*৫২৯৯#
ব্যালেন্স চেক করতে ডায়াল করুন।
কোড —*১২১*১*২#
অথবা মাই জিপি অ্যাপে দেখতে পারবেন আপনার ব্যালেন্স।
ওফারটির মেয়াদ কত দিন?
এই ওফারের মেয়াদ থাকবে ৭ দিন।
ওফারটি কত বার এবং কত দিন নিতে পারবো?
এই ওফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলবে। এবং আপনি *১২১*৫২৯৯# ডায়াল করে আনলিমিটেড ক্রয় করতে পারবেন ওফারটি।
এছাড়া আপনার যদি কনো সন্দেহ হয় আপনি চাইলে *১২১*৫# ডায়াল করে আপনার ওফারটি জেনে নিতে পারবেন।
এছাড়া আপনি মাই জিপি অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন যদি আপনার জন্য এই ওফারটি থাকে তাহলে আপনি ওফারে ক্লিক করে দেখে নিতে পারবেন। আর এখনি যদিও না পান তাহলে আপনি সরাসরি গ্রামীফোন অফিসিয়াল ওয়েবসাইট এ লাইভ চ্যাটে কথা বলে শিওর হয়ে নিবেন।
গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইট এ লাইভ চ্যাট।
আপনার ব্রাউজার এ গিয়ে সার্চ দিন Grameenphone.com তার পর লাইভ চ্যাট এ ক্লিক করে আপনি আপনার নাম্বার এবং নাম দিয়ে চ্যাট শুরু করুন।
আর আমার গ্রামীণফোন সিমে অফিসিয়াল নাম্বার থেকে এসএমএস আসে কিন্তু মাই জিপি অ্যাপে এই ওফারটি পাইনি। আমি কোড ডায়াল করি তাতে এই নিয়ে ৫বার এই ওফারটি নিতে পেরেছি।
এছাড়া আপনি এয়ারটেল এ ১২ টাকায়, ১২ জিবি নিতে ভিজিট করুন লিংক। 👇
আসা করি সবার ভালো লাগবে এই পোস্টটি। ধন্যবাদ সাথে থাকার জন্য।