grathor.com এ কিভাবে পোস্ট লিখবেন?

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।

আমিও ভালো আছি,সুস্থ আছি ।

সম্ভবত যারা আর্টিকেল পড়ছেন grathor.com রেজিস্ট্রেশন করা আছেন। আর যদি কেউ grathor.com এ রেজিস্ট্রেশন করার না থাকেন অথবা রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য আমি grathor.com এর সাইট লিংক দিয়ে দিচ্ছি লিংক দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি আপনারা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

grathor.com.

তো এবার শুরু করা যাক-

grathor.com পোস্ট কিভাবে লিখবেন তার সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি অনেকেই রেজিস্ট্রেশন করে পোস্ট কিভাবে লিখবেন কিছুই বুঝতে পারেন না তাদের জন্য আমার এই পোস্ট টি।

grathor.com এ পোস্ট লেখার জন্য আপনাকে প্রথমে ড্যাশবোর্ডের পোস্ট লিখুন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর একটি পেজ আসবে। সেখানে প্রথমে লেখা থাকবে পোস্ট শিরোনাম পোস্ট শিরোনামে আপনারা পোস্টের টাইটেল অথবা পোষ্টের হেডলাইনটা লিখবেন।

এরপর লেখা থাকবে- পোস্ট বর্ণনা পোস্ট বর্ণনাই হচ্ছে মূল বিষয় পোস্ট বর্ণনায় আপনারা পোস্ট টি কি লিখছেন তা লিখবেন অর্থাৎ আপনি কী লিখতে চাচ্ছেন সেটাই লিখবেন এবং পোস্টটি অবশ্যই 350 শব্দের মধ্যে হতে হবে। এর বেশি লিখতে পারবেন কিন্তু এরকম লিখতে পারবেন না, অন্যথায় পোষ্ট অ্যাপ্রুভ না হয় ডিলিট হতে পারে।

এবার আপনাকে পোস্ট এর সম্পর্কিত একটি ছবি আপলোড করতে হবে এবং মনে রাখবেন ছবিটি অবশ্যই সাইজ হতে হবে। 500 / 300।

মনে রাখবেন আপনার ছবি যদি ভালো না হয় তাহলে আপনার পোস্টটি ডিলিট ও হতে পারে। তাই সুন্দর একটি ছবি আপলোড করুন এবং ছবিটি কোন ব্লগ অথবা ফেসবুক থেকে সরাসরি সেভ করে আপলোড করবেনা, কিছুটা হলেও এডিট করে আপলোড করবেন।

এবার এর নিচে ক্যাটাগরি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি পোস্টটি কি সম্পর্কে লিখেছেন তা সিলেক্ট করবেন।

এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকবে আপনি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন।

এবার আশা যাক ট্যাগ অপশন এ কি করবেন। এটা কারণেই অনেকেই পোস্ট করতে সমস্যা হয় ট্যাগ অপশনটি হচ্ছে এখানে আপনি পোস্ট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ কমা ব্যবহার করে লিখবেন। আর এমন কোন শব্দ লিখবেন না যেগুলো আপনার পোস্টের শিরোনামে অথবা পোস্ট বর্ণনায় নেই।

আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
আমি যথাসম্ভব উত্তর করার চেষ্টা করব, এবং সবাই grathor.com সাথেই থাকুন।

সবাইকে ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন