-
আসসালামু আলাইকুম বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি ভালো।আমরা জানি, একুশ শতকের পৃথিবী হবে জ্ঞাননির্ভর। আর এ জ্ঞাননির্ভর পৃথিবীতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে থাকতে হবে আন্তর্জাতিক ভাষায় প্রাথমিক জ্ঞান। ইংরেজি হচ্ছে একটা ভাষা যার কাজ হচ্ছে যোগাযোগ করা, আর আমরা ধরে নিয়েছি ইংরেজি একটা সাবজেক্ট যার কাজ হচ্ছে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া। তাই তো আমরা উচ্চশিক্ষিত হওয়ার পরও ইংরেজি ভাষার প্রতি আমাদের দূর্বলতা কাটিয়ে উঠতে পারি না । শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই এ মর্মে দীক্ষিত হওয়ার কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইংরেজি শেখার একটা দারুণ অ্যাপ ” Hello English:Learn English” সম্পর্কে কিছু কথা।
-
Hello English App সম্পর্কেঃ Hello English App হচ্ছে International একটি ইংরেজি ভাষা শেখার অ্যাপ। এটি Culture Alley নামক সফটওয়্যার কোম্পানি ডেভেলপড করেছে। এটি ২০১৮ সালে গুগল এডিটরস চয়েসের দৃষ্টিতে বছরের সেরা মোবাইল অ্যাপ নির্বাচিত হয়েছিল এবং এ পর্যন্ত বিশ্বব্যাপী ১০মিলিয়ন+ বার অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড হয়েছে। মাত্র ৩৭ মেগাবাইটের অ্যাপটিতে আপনি পাবেন অসাধারণ কিছু ফিচার।
-
অ্যাপটিতে কি আছেঃ আপনাদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে, Language learning এ কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলে? আপনারা অধিকাংশই বলবেন, Language learning এ মূলত চারটি জিনিস ( Listening,Speaking, Reading, Writing) প্রভাব বিস্তার করে। আর হ্যাঁ, এই চারটি জিনিসের একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে এই অ্যাপটি। পৃথিবীর ২২টি দেশের ভাষা সাপোর্ট করা অ্যাপটিতে আপনি পাবেন Beginner, Intermediat, Expert লেভেলে ইংরেজি শেখার সুযোগ। এবং সেই সাথে আপনি বিভিন্ন Competitive exams, BCS, Board exams, IELTS এর মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এবং সেই সাথে সারা বিশ্বব্যাপী আপনার র্যাঙ্ক জানতে পারবেন। এমনকি আপনার বন্ধুদের সাথেও অ্যপটি শেয়ার করে একসাথে প্র্যাকটিস করতে পারবেন। এবং সবশেষে আপনি হয়ে যাবেন ইংলিশের বস। প্রতিটি লেসনে সর্বমোট ১০ টি লেভেলে অংশগ্রহণ করতে হবে। যেখানে থাকবে Listening, speaking, Reading, writing এর সেরা কম্বিনেশন। আমাদের মস্তিষ্ক সবসময় ছবিতে চিন্তা করে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েছে অ্যাপটিও। তাই অ্যাপটিতে বেশিরভাগ পরীক্ষাই সাজানো ছবি দিয়ে। আপনার জন্য নির্ধারিত Task গুলো Complete করে আপনি পেয়ে যাবেন Reward coin যা বিশ্বব্যাপী আপনার র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে। শুধুমাত্র একটি ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করে আপনি ভোগ করতে পারবেন অফলাইন ইউজ ও প্রো -মেম্বারশিপের সুযোগ। তবে আর দেরি কেন? আজই অ্যাপটি ডাউনলোড করে আপনার ইংরেজির দক্ষতাকে বিকশিত করুন।
-
অ্যাপ ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english
কম দামে সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোন । Realme C3
বর্তমানে মোবাইলে গেমস খেলা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। গেমস খেলতে আমরা কে না পছন্দ করি কিন্তু সব মোবাইলে সবসময় গেমস...