আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।
আজকে থেকে শুরু করতে যাচ্ছি নতুন এক টিউটোরিয়াল সিরিজ এতে থাকছে HTML-5 এর বেসিক ধারণা
( A-2-Z )
এবং আজকে এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের পার্ট ((1))
আজকের এই টপিকে থাকছে:-
• এইচটিএমএল নিয়ে অসাধারণ আলোচনা।
• ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি??
• সার্ভার কি??
• ডোমেইন নেম কি??
• ওয়েব হোস্টিং কি??
• এইচটিএমএল কি??
• এইচটিএমএল কি কাজে লাগে যা যা প্রয়োজন হবেঃ
• ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল কি যথেষ্ট??
তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক
সাধারণ আলোচনা:
এইচটিএমএল হলো ওয়েব ডিজাইন এর মূল ভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয় আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তবে আপনাকে অবশ্যই এইচটিএমএল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এইচটিএমএল কঠিন কোন বিষয় না নিয়মিত 1 সপ্তাহ অনুশীলন করলেই ভালোভাবে আয়ত্ত করা সম্ভব স্টাইল নিয়ে আলোচনার পূর্বে মৌলিক কতগুলো বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি: ওয়েব ডিজাইন বলতে বুঝায় ওয়েবসাইটের আউটলুক অর্থাৎ বাহ্যিক রূপ তৈরি করা। এর জন্য দরকার হবে HTML , CSS , Photoshop.
ওয়েব ডেভলপমেন্ট বলতে বুঝায় ওয়েব প্রোগ্রামিং এর সাহায্যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা। এর জন্য আপনাকে জানতে হবে Php,Javascript, Xml,Database, Framework.
ওয়েব সার্ভার কি??
ওয়েব এর যাবতীয় কনটেন্টগুলো যে শক্তিশালী ও বিশাল স্টরেজ সুবিধাসম্পন্ন কম্পিউটার রাখা হয় অর্থাৎ যেখানে ওয়েবসাইটের হোস্ট করা হয় তাকে বলা হয় ওয়েবসার্ভার বলা হয়।
ডোমেইন নেম কি??
আপনার ওয়েবসাইটকে যে নামে সারা বিশ্বের মানুষ জানবে অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম হল ডোমেন নেম।
ওয়েব হোস্টিং কি??
ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে রাখার জন্য যে পরিমান জায়গা বরাদ্দ দেয়া হয় তাকে ওয়েব হোস্টিং হোস্টিং হলো অনলাইন স্টোরেজ যেখানে আপনি আপনার ওয়েবসাইটকে টাকার বিনিময় আপলোড করতে পারেন।
HTML কি কি কাজে লাগে??
এইচটিএমএল লেখার জন্য আলাদা কোন এডিটর সফটওয়্যার ব্যবহার না করলেও হবে আপনার কম্পিউটারে নোটপ্যাড নামের যে টেক্সট এডিটর আছে সেখানে কোড লিখতে পারেন এবার এইচটিএমএল কোড কে রান করানোর জন্য আপনার যেকোনো একটি প্রয়োজন হলেই হবে।
ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল কি যথেষ্ট??
না ওয়েব ডিজাইনের জন্য HTML যথেষ্ট না HTML ব্যবহার করে আপনি শুধুমাত্র ওয়েব পেজের লেআউট ও কন্টেন্ট তৈরি করতে পারেন এরপর CSS ব্যবহার করে ওয়েব পেজে বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারেন। এরপর ডাটা বহন ও সংরক্ষণের জন্য জানতে হবে XML . এরপর javascript ব্যবহার করে এপ্লিকেশন তৈরী করলে পেজটি ডায়নামিক হওয়া শুরু করবে। এরপর ওয়েব প্রোগ্রামিং হিসেবে PHP এবং যেকোন একটি ডাটাবেজ যেমন Mysql শিখলে আপনার পেজটি পুরোপুরি ডায়নামিক হবে একজন ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে উপরের বিষয়গুলো ক্রমানুসারে ভালোভাবে জানতে হবে।
❤
এই ছিল আজকের টপিক পরবর্তী টপিকের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ