আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে আপনাদের সাথে leads generation এর যে কাজ টা আছে এটা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই কাজটা করে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ পোস্ট টি পরবেন আশা করি কিছু শিখতে পারবেন।।
এর আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি কোন leads generation প্রফেশনাল না। নিজে ক্লাস করে যতটুকু শিখতে পেরেছি সেই অভিজ্ঞতা শেয়ার করছি।
প্রথম এ leads generation বিষয় টা কি এই ব্যাপার এ বলি। এটা হচ্ছে আন কমন প্রাডেক্ট এর জন্য করা কালেক্ট করা সম্ভাব্য ক্রেতা। মনে করেন আপনি মেডিকেল এ চিকিৎসার জিনিস বিক্রি করেন। এখন যদি আপনি পেপার, টিভিতে বিজ্ঞাপন দিয়ে কোটি টাকা খরচ করব তাহলেও তেমন লাভ হবে না।
কারন মেডিকেল এ চিকিৎসার জিনিস সাধারণ মানুষ ক্রয় করবে না। কিন্তু আপনি যদি আপনার দেশ বা একাকার সবগুলো হাসপাতালের সাথে যোগাযোগ করেন। তাদের আপবার প্রোডাক্ট এর ব্যাপার এ বলেন তাহলে এটা আপনার জন্য আরো বেশি সুবিধা হবে।
আর একটা হাসপাতালের সাথে যোগাযোগ করার সকল ইনফরমেশন গুলো যে সংগ্রহ করে দিবে সেই leads generation এর কাজ করল।আশা করি কাজটা কি এ ব্যাপার এ কোন রকম ধারনা দিতে পেরেছি।
এখন বলি কাজ গুলো কই করবেন। আপনার এর জন্য ফাইবার, আপওয়ার্ক সহ এরকম সাইট একাউন্ট করতে হবে। তারপর leads generation এর গিগ তৈরি করতে হবে। তাহলে আপনি এখানে থেকে ভালো কাজ পাবেন।
কাজ করার জন্য সবার প্রথম এ আপনাকে কাজ৷ শিখতে হবে। আর আপনি যদি মোবাইল ব্যাবহার কারী হন এটা করা প্রায় অসম্ভব। এটা করতে পিসু দরকার হবে। এখানে অনেক এর প্রশ্ন থাকবে এই ইনফরমেশন গুলো পাব কই। এগুলো পাওয়ার অনেক উপায় রয়েছে।
লিড জেনারেশন এর তথ্য গুলো আপনি যেসকল সাইট থেকে নিতে পারবেন তার একটা লিষ্ট নিচে দেওয়া হল।
১. গুগল ম্যাপ।
২. ক্লাসিফাইড সাইট।
৩. গুগল সার্চ।
৪. ইউটিউব কমেন্ট।
৫. নিস ওয়েবসাইট
৬. ফেসবুক
৭. হু ইজ.
৮. ইয়ুলু পেজ.
এই সবগুলো আপনি গুগল এ পাবেন। উদাহরণ সরূপ একটা বিষয় কে নিয়ে ধারনা দেওয়া যাক। আপনি আমেরিকার শপিং মল এর তথ্য চাচ্ছেন। এজন্য সবার প্রথম গুগল ম্যাপ এ চলে যাবেন।
ম্যাপ এ যাওয়ার পর সবার প্রথম আমেরিকা লিখে সার্চ করবেন। তারপর আপনি আমেরিকার অঞ্চল এর একটা যায়গায় ক্লিক করলে তার আশেপাশের জন্য সার্চ এর একটা অপশন পাবেন।
সেখানে আপনি যেকোনো তথ্যের জন্য সার্চ করতে পারবেন। যদি শপিং মল লিখে সার্চ করেন সবগুলো শপিং মল এর লিষ্ট দেখতে পাবেন।
এই কাজটা ভালে করে শিখলে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এরকম একটা গিগ থেকে অনেক এ ৩০-৫০ লক্ষ টাকা ইনকাম করেছে। আপনি ফাইবার এ গেলেই সব দেখতে পারবেন। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ