আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ! গ্রাথর ডটকমের বন্ধুরা কেমন আছেন? আসা করি সবাই ভালোই আছেন ! আমিও মহান আল্লাহ তায়ালার দয়ায় ভালোই আছি। তো আজকে আমি আপনাদের কাছে একটা শিক্ষণীয় টপিকস শেয়ার করবো। ছাত্র ছাত্রীদের জন্য আজকের পোস্টটি সব থেকে উপযোগী।
Narration শিখতে চাই ক্লাস ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত। অনেকেই আছেন যে Narration শব্দের অর্থ কি তাও যানে না। অনেকে আবার সঠিক নিয়মে Narration জানেনা। এটা সাধারণ ইংরেজি সাবজেক্টের একটা প্রশ্ন।তাই কম বেশি সবাই এটা শিখতে চাই। তাই আমি আজকে Narration কাকে বলে? কিভাবে লিখতে হয়? সব কিছু আজকে শিখিয়ে দিবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
Narration শব্দের অর্থ হলো উক্তি। একজন ব্যক্তি যা বলে তাই উক্তি।
Narration ২ প্রকার।
১ Direct Narration.
২ lndirect Narration.
Narration শিখতে Sentence সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। তা না হলে narration করতে ভুল হওয়ার সম্ভবাবনা থাকে। আসা করি আপনাদের sentence সম্পর্কে জানা আছে । আর জানা না থাকলে আমাকে কমেন্ট করবেন। আমি তার জন্য একটা সুন্দর পোস্ট করবো।
@ (narration শিখতে ৪ টা কাজ করতে হয়।)
১ Reporting verb কে উত্তরের শুরুতে বসাতে হয়।
২RVওRS এর মাঝে কমা উঠিয়ে দিয়ে একটা সংযুক্ত চিহ্ন বসাতে হয়।
৩ reporting verb এর person পরিবর্তন করতে হয়।
৪ tense পরিবর্তন করতে হয়।
এই ৪ টা কাজ শিখলেই narration লেখা কঠিন কোনো কাজ হবে না। খুবই সহজ হয়ে যাবে।উপরের ৪টা কাজ কিভাবে করতে হয় সেটা এক পোস্টটে বলা অসম্ভব। তাই পরবর্তী পোস্ট উপরের ৪ টি কাজ কিভাবে করতে হয় সেই সম্পর্কে পোস্ট করবো ইনশাল্লাহ।
এখন ১ reporting verb আর ২reporting speech এই বিষয় সম্পর্কে একটু জেনে নিন। কারণ পরবর্তী পোস্টটি অনেক বড় হতে পারে।তাই আজকে ১reporting verb আর ২reporting speech সম্পর্কে একটু জেনে নিন।
আমরা জানি narration ২ প্রকার।
১ direct narration
২ indirect narration
direct narration থেকে Indirect narration করতে হলে সর্বপ্রথমে মনে রাখতে হবে direct narration এর দুইটি অংশ দেওয়া থাকে। “-” উক্ত কমার ভিতর একটি ও বাইরে একটি অংশ।ভিতরে যে অংশটি থাকে
সেটা হলো Reported speech এবং বাইরে যে অংশটি থাকে সেটি হলো Reporting verb. মনে রাখতে হবে যে Reporting verb বা (RV) বাক্যের প্রথমে থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। উদাহরণ:
Munna says,” I have seen it”
আবার ” I have seen it “,Munna says.
উপরের উদাহরণ দেখে আসা করি বুঝতে পেরেছেন।
তো আজকের মতো এগুলো ভালো করে জ্ঞান অর্জন করুন। আর আগামি কাল অনেক বড় পোস্ট করবো ইনশাল্লাহ। আসা করি সেই পোস্টটি পড়লে সহজেই Narration খুব সহজেই লিখতে পারবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ অন্য কোন শিক্ষনীয় বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর গ্রাথোর ডটকমের সাথে থাকবেন, আসা করি। ধন্যবাদ সম্পূর্ণ পোষ্টি পড়ার জন্য। আল্লাহ হাফেজ।