আস সালামু আলাইকুম পাঠক। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষনীয় একটি প্রবন্ধ। যার মধ্যে আমি আলোচনা করবো Cryptocurrency জগতের বহুল আলোচিত ও সমালোচিত Cryptocurrency Pi network সম্পর্কে:-
শুরু করি আজকের আলোচনা আমি ইবরাহীম হাসান গ্রাথর.কমের সাথে:-
প্রথম প্রশ্ন:- Pi Network কী?
উত্তর:- Pi Network যদিও এই কারেন্সির নাম Pi Netowk না। এর নাম শুধু Pi আর pi network টা হচ্ছে এর নেটওয়ার্কের নাম। তো এটি একটি cryptocurrency যেমন বর্তমানে বাজারে রয়েছে Bitcoin, Etherium, Litecoin,etc. এগুলোর মতোই একটা cryptocurrency। এবং আমি এটাও জানা যায় যে, Bitcoin এর পর সবচেয়ে বড় কমিউনিটি পাই নেটওয়ার্কের। সুতরাং বুঝতেই পারছেন কত বড় একটা জিনিষ আপনাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। যদি এখনই মাইনিং করতে চান তাহলে শুরু করে দিন। প্রথমে প্লে স্টোরে আর আই ফোন হলে এপ স্টোরে যান এবং Pi Network লিখে সার্চ করুন
এমন একটি অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপ টি ইন্সটল করুন। অতঃপর ওপেন করে ফেসবুক দিয়ে সাইন আপ করুন কারণ মোবাইল দিয়ে বাংলাদেশ থেকে সাইন আপ করতে পারবেন না। অতঃপর আপনাকে অবশ্যই রেফারাল করে দিতে হবে। যদি না দেন তাহলে ঢুকতে পারবেন না।
রেফারাল কোড:- hmibrahimhasan
এখন জানি অনেকে বিশ্বাস করবেন না যে, রেফারাল কোড ছাড়া ঢুকা যায় না। কোনো সমস্যা নাই যখন ঢুকতে পারবেন না তখন এমনিতেই রেফারাল কোড নিতে আবার আসবেন। আর যদি টিউটোরিয়াল চান তাহলে শেষ পর্যন্ত পড়তে থাকুন । অবশ্য শেষ পর্যন্ত পড়া লাগবে না। আর একটা প্রশ্নের উত্তর দিয়েই টিউটোরিয়াল শুরু করে দিবো।
প্রশ্ন:- পাই মাইনিং বা পাই নেটওয়ার্ক কী? স্ক্যাম নাকি ভবিষ্যৎ?
উত্তর:- আমি বলবো ভবিষ্যৎ কারণ এখন পর্যন্ত এই নেটওয়ার্ক সম্পর্কে কোনো স্ক্যাম রিভিউ আসে নি। এবং আমি অনেক দিন যাবত পাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত কিন্তু এখন পর্যন্ত কোনো খারাপ দিক আমার দৃষ্টিগোচর হয় নি। আমরা সবাই জানি বিটকয়েনের দাম বর্তমানে আকাশচুম্বি যদিও আজ বিটকয়েনের মার্কেট কয়েক পার্সেন্ট ডাউন হয়েছে কিন্তু বাড়তে সময় লাগবে না। যাই হোক ৩ জানুয়ারি ২০০৯ সালে বিটকয়েনের প্রবর্তক “সাতোশি নাকামোতো” সর্বপ্রথম ৫০ বিটকয়েন মাইন করেন এবং তখন বিটকয়েনের ফ্রীতে মাইন করার সুযোগ ছিল কিন্তু এখন আর তা করার সুযোগ নেই এবং সম্ভবও নয় কারণ এখন বিটকয়েন মাইন আপনি করতে তো পারবেন কিন্তু অনেক বড় সেটআপের প্রয়োজন কারণ এখন বিটকয়েনের ব্লকের সাইজ অনেক বড় হয়ে গিয়েছে এবং ছোট খাটো ডিভাইস দিয়ে তা মাইনিং করা অনেক সময় এবং কষ্ট সাধ্য ব্যাপার। যেহেতু পাই এখনও লিস্টেড হয় নাই এবং এর লেনদেন শুরু হয় নাই তাই এর ব্লক অনেক ছোট এখন আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়েই এই কাজ টা করতে পারেন। সুতরাং সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বেই লুফে নিন কারণ আপনারা জানেন বর্তমানে বিটকয়েনের দাম কত একটা উদাহরণ দেই আপনারা গুগলে সার্চ করুন যে 1btc to bdt দেখবেন কি ফলাফল আসে আমারও মাঝে মধ্যে আফসোস হয় কত বড় একটা সুযোগ আমি হাতছাড়া করলাম। কারণ বর্তমানে ১ বিটকয়েন = ৩ কোটি ৬২ লক্ষ ১ হাজার ৬৪ টাকা। দেখলেন তো ১ টাকা আর ১ বিটকয়েনের মধ্যে কতো পার্থক্য।
তো আর কথা না বাড়িয়ে শুরু করছি টিউটোরিয়াল:-
আগেই বলে রাখি আপনার ফেসবুক একাউন্ট টা আপনার ক্রোম ব্রাউজারে লগইন করে রাখুন না হলে পরে বেঝালে পরবেন।প্রথম অ্যাপ টি ওপেন করার নিচের ছবির মতো একটি পেজ দেখাবে:-
এখান থেকে আপনি Continue with Facebook অপশনে ক্লিক করুন অতঃপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ব্রাউজারে লগিন করা থাকে তাহলে নিচের ছবির মতো একটি পেজ দেখাবে:-
অতঃপর লাল মার্ক করা অপশনটিতে ক্লিক করুন অতঃপর কিছুক্ষণ লোড হয়ে নিচের ছবির মতো একটি পেজ দেখাবে:-
এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট দিন এবং নিচের কালার করা জায়গাটা একটা সমস্যার কারণে দেখাতে পারছি না এই জায়গায় আপনার ইউজারনেম টা দিয়ে দেন এবং মনে রাখবেন আপনার ইউজারনেম ই আপনার রেফারাল কোড তাই মনে রাখতে পারবেন এমন একটা ইউজারনেম দেন অতঃপর সাবমিট করুন।
তারপর দেখবেন নিচের ছবির মতো একটি পেজ আসবে:-
অতঃপর Invitation Code এর জায়গায় আমার রেফারাল কোড hmibrahimhasan টা দিয়ে দিবেন আবারও বলছি রেফারাল কোড ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না । যদি কারো বিশ্বাস না হয় তাহলে এটা কপি করে রাখুন পরে যখন আপনার চেষ্টা অসফল হবে তখন আমার কোড দিয়ে প্রবেশ করবেন ।
পরের গুলো তারাই দেখিয়ে দিবে শুধু আমার আরেকটা বিষয় দেখিয়ে দিতে হবে তাহলো এই ছবিটা
এখানে দেখুন যেখানে লিখা আছে Tap to earn! এই অপশন টা ক্লিক করলেই মাইনিং শুরু হয়ে যাবে এবং আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় বার এই অপশনটা চালু আছে কিনা দেখবেন যদি চালু না থাকে তাহলে চালু করে দিবেন। কারণ এটা দ্বারা তারা পরীক্ষা করে যে আপনি মানুষ নাকি কোনো বট সার্ভিস।
এর পরে যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে নিচের টেলিগ্রাম গ্রুপে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন।
এটা আমাদের এয়ার ড্রপ চ্যানেল লিংক:-
https://t.me/+Qez2DMSdEa8zZmU1
যেকোনো সমস্যার সমাধানের জন্য গ্রুপে জয়েন হতে পারেন এবং এখানে সকল ধরনের legit এয়ার ড্রপ পাবেন আর যদি না জেনে থাকেন এয়ার ড্রপ কী তাহলে আমার এই প্রবন্ধটি পড়তে পারেন।
লিংক:- https://tinyurl.com/4w5h876p
এখানেই আমি আমার আজকের প্রবন্ধ শেষ করছি।
পাঠক আপনাকেই বলছি আপনাকে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রথোর.কমের সাথেই থাকুন।