আসসালামু আলাইকুম আমি সেলিম আছি আপনাদের সামনে পুরো টিউটোরিয়াল জুড়ে । ইংরেজি বর্তমানে সকল ক্ষেত্রে প্রয়োজন পড়ে কিন্তু আমরা গ্রামার পড়তে পড়তে আমাদের দিন শেষ হয়ে যায় কিন্তু আমরা ইংরেজিতে একটি লাইনও অন্যের সাথে কথা বলতে পারিনা । এটা খুবই দুঃখের বিষয় । আবার পরীক্ষার হলে যদি কোন লাইন আপনি ভুলে যান তাহলে আপনি সেটা নিজের মেধা খাটিয়ে লিখতে পারেন না , এটা খুবই দুঃখজনক ব্যাপার । তাই আজকে আমি আপনাদের সামনে ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো –
নোটঃ আমরা কোন গ্রামার ব্যবহার না করে সহজে কিভাবে ইংরেজি শিখতে পারা যায় , সে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং এর জন্য আপনাকে কোন গ্রামার বা কোন বইয়ের সাহায্য নিতে হবে না । শুধু আমার টিউটোরিয়াল এর সাথে থাকবেন এবং কিছু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে ।
প্রথম পর্বঃ
আজকে আমরা শিখব Feel like +ing এর ব্যবহার- (Ing এর মানে হল verb এর সাথে আই এন জি যোগ হওয়া)।]
সর্বপ্রথম আমরা কিছু উদাহরণ লক্ষ করব এবং এটাকে কিভাবে সহজে ইংরেজি করা যায় সে বিষয়ে কথা বলব উদাহরণ গুলো লক্ষ্য করুন –
1. আমার এখন খেতে ইচ্ছা করছে
2. আবিরের এখন পুকুরে সাঁতার কাটে ইচ্ছা করছে
3. মহীনের এখন বাড়িতে যেতে ইচ্ছা করছে
4. আমার এখন বেড়াতে ইচ্ছা করছে
এই ধরনের আরো অনেক শব্দ আমরা সচরাচর আমাদের কথাবার্তায় ব্যবহার করে থাকি কিন্তু আমরা যদি এটা ইংরেজিতে বলার চেষ্টা করি তাহলে হয়তো আমরা অতি তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারব এবং ফ্রিল্যান্সিং এর কাজ এটা আমাদের অনেক উপকারে আসবে –
কিন্তু – আমার এখন খেতে ইচ্ছা করছে ( এই কথাটা যদি আমি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করি তাহলে যেমন টা আসবে I want to eat now . ) কিন্তু এই কথাটা সঠিক নয় আমরা গুগল ট্রান্সলেট দিয়ে আমাদের কথাবার্তা কে সঠিকভাবে বলতে বা শিখতে পারবো না । তাই যারা গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংরেজিতে অন্যের সাথে কথা বলতে চেষ্টা করেন তারা এটা পরিহার করুন ।
আসুন দেখে নেই এর ইংরেজি অনুবাদঃ
Feel like + ing
1. আমার এখন খেতে ইচ্ছা করছে-
I feel like eating now.
2. আবিরের এখন পুকুরে সাঁতার কাটে ইচ্ছা করছে
Abir feels like swimming in the pond now.(3rd person থাকলে feels হবে।)
3. মহীনের এখন বাড়িতে যেতে ইচ্ছা করছে
Monin feels like going to home now.
এইভাবে আপনি আপনার মনের ইচ্ছা গুলোকে প্রকাশ করুন নিজের সাথে বা অন্যের সাথে । আমি আপনাকে প্র্যাকটিস করার জন্য কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি সেগুলোর উত্তর আশা করি কমেন্ট বক্সে দিয়ে দিবেন .
কাজঃ
আরিফের গল্প করতে ইচ্ছা করছে
জেসমিনের ঘুমাতে ইচ্ছা করছে
আমার মাদ্রাসায় যেতে ইচ্ছা করছে
উপরের বাক্যগুলোর যথাযথ ট্রান্সলেট করে কমেন্ট বক্সে দিয়ে দিবেন ।
এখন আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে নেগেটিভ উত্তর প্রদান করব।
মনে করেন আপনার বড় ভাই বা বড় বোন আপনাকে ডাকছে আপনি ঘরে শুয়ে আছেন তখন আপনি বললেন যে আমার যেতে ইচ্ছা করছে না তাহলে সেটাকে ইংরেজিতে কিভাবে করবেন আসুন এ বিষয় নিয়ে কথা বলি –
কোন কাজ সবসময় যে আমাদের ইচ্ছা করে এমন কোন কথা নয় আমাদের অনেক কাজ করতে ইচ্ছা করে না সে কাজ গুলোর উত্তর কিভাবে ইংরেজিতে দিবেন সে বিষয় নিয়ে আসুন আলোকপাত করি সর্বপ্রথম আমরা কিছু উদাহরণ দক্ষ করব এবং উদাহরণগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো –
1. আমার এখন টাঙ্গাইল যেতে ইচ্ছা করছে না
2. রহিমের এখন পড়তে ইচ্ছা করছে না
3. আমার এখন গেম খেলতে ইচ্ছা করছে না
4. আমার এখন গল্প করতে ইচ্ছা করছে না ।
এই ধরনের কথাবার্তা ও আমরা বলে থাকি আসুন দেখি কিভাবে এটাকে ট্রান্সলেট করতে হয় ।
গঠনঃ Do/does+n’t + feel like + ing
1. আমার এখন টাঙ্গাইল যেতে ইচ্ছা করছে না
I don’t feel like going to Tangail now.
2. রহিমের এখন পড়তে ইচ্ছা করছে না
Rahim doesn’t feel like reading now.
আবার আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যেমন –
1. তোমার কি বিশ্রাম নিতে ইচ্ছে করছে ?
2. তোমার কি তোমার মাকে দেখতে ইচ্ছে করছে ? দি ইত্যাদি আসুন দেখে নিই কিভাবে এই ধরনের ইংরেজিতে বলা যায় ।
গঠনঃ Do / Does + sub+ feel like + ing
1. তোমার কি বিশ্রাম নিতে ইচ্ছে করছে ?
Do you feel like taking rest.
Note: না থাকলে Do / Does +n’t যোগ হবে ।
আশাকরি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভাল লেগে থাকবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর উপরে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দিতে চেষ্টা করবেন তাহলে আজকে এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।