আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করছি সবাই ভালো আছেন
আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা অনেকেই কাজে লাগবে।
মোবাইল ফোন এখন যোগাযোগ এর সবচেয়ে বড় মাধ্যম।
কিন্তু এখন এই ফোনের কল রেট অনেকটাই বেড়ে গেছে।
ইন্টারনেট এর মুল্যও অনেকটাই বেড়ে গেছে।
এখন আমি এমন একটি এপস নিয়ে কথা বলবো যে এপস এর সাহায্যে খুবই কম রেট এ কল করতে পারবেন।
মাত্র ১ টাকায় ৩ মিনিট কথা বলতে পারবেন।
এখন কাজের কথায় আসি।
amber it এই এপস এর সাহায্যে আপনারা ১ টাকায় ৩ মিনিট কথা বলতে পারবেন।
এখন কি ভাবে কি করলে এই সুযোগ পেতে পারি তা নিয়ে আলোচনা করবো।
প্রথম এই গুগল প্লে স্টোর থেকে amber it app টি ইনস্টল করতে হবে।
তার পর সাইন ইন করাতে হবে।
সাইন ইন করতে ন্যাশনাল আইডি কার্ড লাগবে।
ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড না হলে আপনি আইডি খুলতে পারবেন না।
কিছু নিয়ম মেনে আইডি খুলতে হবে অথবা আপনার একাউন্ট খুলতে পারবেন না। কল করতে পারবেন না।
এখন আমি নিয়ম গুলো নিচে আলোচনা করবো
১.প্রথম এই স্পষ্ট ন্যাশনাল আইডি কার্ড এর ছবি লাগবে।
২.ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে আপনার একাউন্ট এর নাম একই হতে হবে। অথবা আপনার একাউন্ট ভেরিফাইড হবে না।
আপনি কল করতে পারবেন না।
৩.আপনার মোবাইল নম্বর যুক্ত করতে হবে।
এই ছোট ছোট নিয়ম গুলো মেনে একাউন্ট খুললেই একাউন্ট খুলতে পারবেন।
এর পর এ একটি কাজ করতে হবে। নতুবা আপনার একাউন্ট খুলতে পারবেন না
একাউন্ট খুলাব পর একাউন্ট ভেরিফাইড করতে হবে
এর পর একাউন্ট থেকে হট লাইন নম্বর দিবে।
সেই হট লাইন নম্বর এ কল করতে হবে। কল করার পর আপনার ডাটা ভেরিফাইড করবে। আপনার নাম জিজ্ঞেস করবে। আপনার আইডি নম্বর জিজ্ঞেস করবে।
সঠিক উত্তর দিতে পারলেই আপনার একাউন্ট ভেরিফাইড হবে।
আর সঠিক উত্তর দিতে না পারলে আপনার একাউন্ট ডিলেট হয়ে যাবে।
সুতরাং আপনাকে মনোযোগ দিয়ে বুঝে শুনে কাজ করতে হবে।
একাউন্ট খুলার পর নেট কানেকশন চালু রেখে কল করতে হবে। প্রতি মিনিট কল রেট ৩০ পয়সা।
এখানে মজার ব্যপার এই যে আপনার নম্বর এ আপনার পরিচিত কাউকে কল করলে আপনার ফোন নম্বর দেখে কেউ চিনতে পারবে না।
কারন আপনার নম্বর চেঞ্জ হয়ে কল যাবে।
কিন্তু এই একটাই উপায়ে আপনি জিপি নম্বরের মাধ্যমে ১ টাকায় ৩ মিনিটের বেশি কথা বলতে পারবেন।
আশা করছি সবার এই পোস্ট কাজে দেবে।