আসসালামু আলাইকুম।কেমন আছেন?আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি।পড়াশোনার ব্যস্ততার মাঝে লিখতে বসতে পারি না।যখনই বসি ভাবি এক পোষ্ট-এ সব দিব কিন্তু তা তো আর হয় না।
যা দিয়ে কেউ আপনার সাইটের পোষ্ট কপি করতে পারবেনা
? এখানে ক্লিক করে ডাউনলোড করুন প্লাগিনটি
একটি ডেমো দেখে নিন – এখানে ক্লিক করুন
কিভাবে সাইটে একটিভ করবেন?
আপনার সাইটের ড্যাশবোর্ডে যান।ড্যাশবোর্ড থেকে প্লাগিন ট্যাবে ক্লিক করুন,তারপর Add new তে ক্লিক করুন তারপর Upload এ ক্লিক করে উপর থেকে ডাউনলোড করা জিপ ফাইলটা সিলেট করে আপলোড করে দিন।তারপর প্লাগিন পেজে গিয়ে একটিভ এ ক্লিক করে একটিভ করে নিন প্লাগিনটি।
✅ কাজ শেষ! এবার মনের আনন্দে পোষ্ট লিখুন কেউ কপি করতে পারবেনা!
ব্যবহার:
তাহলে আপনার ব্লগে WP-CopyProtect নামে একটি অপশন পাবেন।
এখানকার Disable right mouse click: এ টিক চিহ্ন দিয়ে দিন এবং নিচের টেক্সট বক্সে রাইট ক্লিক করলে যে ওয়ার্নিং আসবে তা দিন এবং নিচের Disable text selection: এ টিক চিহ্ন দিয়ে দিন। তারপর সেভ সেটিংস এ ক্লিক করুন।