আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে এমন একটি এন্ড্রোয়েড সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো যেটার নাম লাস্টপাস (LastPass) । হয়তো অনেকেই জানেন এই এ্যপটির কার্যকারীতা সম্পর্কে । তবে যারা জানেন না শুধু তাদের জন্য আমার এই পোষ্ট । চলুন শুরু করা যাক । আমার মতো অনেকেই হয়তো আছেন যারা ইন্টারনেটে প্রচুর সারফিং করেন নানা রকম ওয়েব সাইট এবং এ্যাপে একাউন্ট খোলেন । কিন্তু, এরপর হয়তো ভুলে যান যে কোন এ্যাপে বা কোন ওয়েব সাইটে কি পাসওয়ার্ড দিয়েছিলেন । তাদের জন্য আইডিয়াল সলিউশন হচ্ছে এই লাস্টপাস এ্যাপটি । আমরা অনেকেই আছি আমাদের পাসওয়ার্ড লিখে রাখি যেনো ভুলে না যাই । তবে আমি বলবো লিখে রাখার চেয়ে লাস্টপাসে সেভ রাখাটা অনেক বেশী আইডিয়াল । কারণ, আপনি যখনই লাস্টপাসে পাসওয়ার্ড সেভ রাখবেন তখন কোনো সেই একাউন্টে যদি লগ ইন করতে চান তাহলে লাস্টপাস থেকে অটোমেটিক্যালি পাসওয়ার্ড টি রিফিল হয়ে যাবে এবং আপনাকে বার বার টাইপ করতে হবে না । সেই সাথে আপনি লাস্টপাস আপনার পিসিতেও ইউজ করতে পারেন বিভিন্ন ব্রাউজারে লগ ইন করার সময় । ব্রাউজার এবং মোবাইল দুইটা সিংক্রোনাইজ হয়ে আপনার সবগুলো পাসওয়ার্ড একটা জায়গায় সেভ থাকবে । সেই সাথে আপনি লাস্টপাসের পাসওয়ার্ড গুলোকে রিসেট করে রাখতে পারেন । আপনার যতো পাসওয়ার্ড আছে যতো ওয়েবসাইটের পাসওয়ার্ড আছে সেগুলোকে রিসেট করে অটো জেনারেটেড যেই স্ট্রং পাসওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে রাখতে পারেন তাহলে আপনার আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই । হ্যাকাররাও হ্যাক করতে পারবে না কারণ, পাসওয়ার্ড গুলো অনেক স্ট্রং থাকে । আপনাকে শুধু একটা পাসওয়ার্ড মনে রাখতে হবে যেটা লাস্টপাসে দেওয়া থাকবে মানে লাস্টপাসের একাউন্টে দেওয়া থাকবে । সেই সাথে মোবাইলে ইউজ করলে লাস্টপাসে আপনারা বায়োমেট্রিক যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে সেগুলো ইউজ করতে পারেন যার মাধ্যমে আপনার পাসওয়ার্ড ইন্টার করা অনেক ইজি হয়ে যায় । অভার অল আমি এই এ্যাপটি ইউজ করে অনেক অনেক বেশী উপকৃত হয়েছি । আমার আর এখন পাসওয়ার্ড মনে রাখতে হয় না । আমি সব পাসওয়ার্ড একটা জায়গায় সেভ করে রেখেছি । লাস্টপাসের যেই পাসওয়ার্ড টা আছে এটাই হচ্ছে আপনার লাস্ট পাসওয়ার্ড যেটা আপনাকে মনে রাখতে হবে । আশা করছি এই এ্যাপটা আপনাদের ভালো লাগবে । আর আপনাদের ভয় হতেই পারে আপনাদের সেভ করা পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ার । কিন্তু, না লাস্টপাস ১০০% সিকিউর একটা এ্যাপ । আপনি নিঃসন্দেহে এ্যাপটি ইউজ করে দেখতে পারেন । এতে করে আপনার জীবনযাত্রার মান একটু হলেও সহজ হবে । কষ্ট করে পোষ্ট টা পড়ার জন্য ধন্যবাদ সবাইকে ।
LastPass প্লে– স্টোর লিংকঃ https://bit.ly/35PmOdu