আসসালামুআলাইকুম বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টাইটেল দেখে হইত একটু ইঙ্গিত পেয়েছেন যে আমি আজকে কী নিয়ে বলতে যাচ্ছি।
তাহলে শুরু করা যাক।
আমরা সবাই জানি ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা ও দ্বিতীয় মাতৃভাষা।
আজ প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি জানা খুবিই গুরুত্বপূর্ণ। এমনকি চাকরির ক্ষেত্রেও। তাই ইংরেজি জানা খুবই প্রয়োজন। একটুও ভালো ইংরেজি জানা থাকলে, যে কোন জাইগায় আপনার কমিউনিকেশন করাটা অনেক সহজ হবে।
তাই এটা অস্বীকার করা যাবে না যে ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ।
এবার আসা যাক মূল কথাই।
ইংরেজি কেমন করে, কোথা থেকে, কীভাবে শিখব সে প্রশ্ন কম বেশি সবার মনেই জাগতে পারে।
তাহলে জেনে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ কথাঃ
- প্রথমেই ইংরেজি শিখতে হলে ইংরেজি শব্দ জানা দরকার মানে ভোকাবুলারি বাড়ানোর দরকার। এখন বলতে পারেন ভোকাবুলারি কেমনে বাড়াবো? অনেক সহজ উত্তর। যখন যেমন ইংলিশ ম্যাগাজিন, বই, নিউজপেপার, পাবেন তা পড়ার চেষ্টা করবেন এবং ইংলিশ শব্দ গুলোর বাংলা অর্থ জানার চেষ্টা করবেন।
- আমরা সবাই কোনো না কোনো সেলিব্রিটিকে ফলোও করে থাকি। হোক গায়ক – গায়িকা বা নায়ক – নায়িকা। তাদের ইংলিশ স্পিচ গুলোকে আপনি ফলোও করতে পারেন ও চেষ্টা করতে পারেন। কারণ প্রিয় মানুষের কথাগুলো মন ছুঁয়ে যাই আর যা মন ছুঁয়ে যাই তা এত সহজে ভুলা যাই না। আর তারা যে স্টাইলে কথা বলে সেটাও ফলোও করতে পারেন।
- আমরা টিভিতে বা অনলাইনে অনেক রকম অনুষ্ঠান ও ফিল্ম -নাটক, কার্টুন দেখে থাকি। কখনো ভেবেছেন কী যদি এটি আপনার ইংরেজি শিখার মাধ্যম হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? অবশ্যই অনেক আকর্ষণীয় হবে আর আজকাল সবা অনুষ্ঠানই অনলাইনে ইংলিশ ভার্সনে পাওয়া যাই
মোট কথা, বেশি বেশি ইংরেজি পড়বেন ও ভোকাবুলারি অর্থাৎ শব্দের ভান্ডার বাড়ানোর ও প্রত্যেক শব্দের বাংলা অর্থ জানার চেষ্টা করবেন।
এবার আসি, কীভাবে ইংরেজি শব্দের সাহায্যে বাক্য গঠন করবেন তাও আবার একদম সঠিকভাবে।
সঠিকভাবে ইংরেজি গঠন করতে হলে সবার আগে বাক্য গঠনের নিয়ম জানতে হবে।
আপনি আপনার গ্রামার বই থেকে বাক্য গঠনের নিয়ম দেখে নিতে পারেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন।
তাহলে বলতে পারেন “এবার ইংরেজি শিখা শেষ।”
উত্তর হবে ‘না ‘
কারণ ইংরেজি শিখার মূল বিষয়টি বাকি থেকে গেল। জানেন কী ইংলিশ এর পিতা কাকে বলে?
‘Tense’ বা কাল হলো ইংলিশের পিতা। সঠিকভাবে বাক্য গঠন করার জন্য বাক্য গঠন এর নিয়ম জানার পর জানতে হবে ‘Tense ‘ বা কাল। তাও আবার পুরোপুরি বিস্তারিত। যদি আপনার ‘Tense ‘ সম্পর্কে বিস্তারিত পরিষ্কার ধারণা থাকে তাহলে বুঝে নিন আপনি ইংরেজি শিখার ৫০% পথ পাড়ি দিয়ে ফেলেছেন। আপনার যদি ‘Tense’ বা কাল জানা থাকে তাহলে আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পারবেন বটেই পাশাপাশি ইংরেজি প্যারাগ্রাফ বা রচনা মুখস্ত না করে ২-৩ বার পড়ে ধারণা নিয়ে আপনি নিজের ভাষায় ইংলিশ প্যারাগ্রাফ বা রচনা লিখতে পারবেন।
এটি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি।
আশা করি ভালো লাগবে আমার আজকের পোস্ট টা অনেক ভালো লাগবে।
ধন্যবাদ।