ইউটিউবে কোনো গান, ভিডিও, নাটক বা অন্য কিছু দেখে ভালো লাগলো বা অন্য কোনো কারনে তা আপনার মোবাইলের ফাইল ম্যানেজার বা আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেক্সটপ এ ডাউনলোড করে রাখতে ইচ্ছে হয়?
ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার
কিন্তু ডাউনলোড করতে পারেন না কারন ইউটিউব তার প্লাটফর্মের বাইরে ডাউনলোড করে রাখার অনুমতি দেয় না।
আপনি যদি এমন কোনো সিচুয়েশনে কখনো পড়েন তাহলে সমাধান পেতে আমার এ আর্টকেলটি সম্পুর্ন পড়ুন।
এখানে আমি ৪টি উপায় নিয়ে বিস্তারিত জানাবো, যার যেকোনটির মাধ্যমে ইউটিউব থেকে যেকোন ভিডিও সরাসরি ভিডিও আকারে অথবা অডিও আকারেও আপনি ডাউনলোড করতে পারবেন।
1. Videmate
ভিডমেট একটি ব্রাউজার যার মাধ্যমে আপনি যেকোনো সাইট ব্রাইজ করতে পারেন। এটি অন্যান্য ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্সের মতোই কাজ করে।
আপনি যদি এর মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে Play store থেকে Videmate এপ্লিকেশনটি ডাউনলোড করুন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
এপ্লিকেশনটি ডাউনলোড সম্পন্ন হলে এটা ওপেন করুন এবং সার্চ বারে ইউটিউব সার্চ করুন, অথবা ইউটিউব আইকোনে ক্লিক করে ইউটিউবে যান।
আপনি যদি লিংক জানেন তাহলে সার্চবারে সার্চ করুন, অথবা গান/ভিডিওটির শিরোনামে সার্চ করুন।
ভিডিওটি ওপেন করুন, নিচে একটি ডাউনলোড বাটন আপ & ডাউন হতে দেখবেন সেখানে ক্লিক করে কোন ফর্মেটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে ডাউনলোড করুন।
এপ্লিকেশন ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
2. Video Download Helper Firefox extension
একটি একটি অত্যান্ত জনপ্রিয় ওয়েব ভিডিও ডাউনলোড এক্সটেনশন যার মাধ্যমে আপনি ইউটিউব সহ সকল ওয়েবসাইট থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এটি ব্যবহার করে ওয়েবসাইটে ভিডিওটি প্লে করার সাথে সাথে আপনি আপনার ডেক্সটপে ডাউনলোড করে নিতে পারবেন।
এটির একটি সুবিধা যে, HLS স্ট্রিমযুক্ত ভিডিওগুলো ও সাপোর্ট করে। ফলে আপনি সহজেই এসব ভিডিও ও ডাউনলোড করতে পারবেন। আপনি নাম পরিবর্তণ করারও সুযোগ পাবেন।
এ এক্সটেনশনটি উইন্ডোজ, লিন্যাক্স এবং ম্যাক এও কাজ করে। তবে এর জন্য সাথে আরেকট ফাইল ডাউনলোড করতে হয়। এটি বর্তমানে প্রায় এক কোটির ও বেশি ব্যবহারকারী ব্যবহার করে।
ইউটিউব ব্যতিত অন্যান্য ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে একই ফিচার যুক্ত গুগল ক্রোম এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। তবে গুগল ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে ইউটিউব থেকে ডাউনলোড করা যায় না।
বিস্তারিত টিউটোরিয়াল: এখানে ক্লিক করন
3. Vedioder
এ এপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমেও আপনি যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এর ব্যবহার প্রণালী Videmate এর অনুরূপ।
4. savefrom-net-helper
এ এপ্লিকেশন টি আপনার মোবাইল ডিভাইস এবং কম্পিউটার বা ল্যাপটপের জন্যেও প্রযোজ্য। দ্রুত ডাউনলোডের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন।
এটি আপনাকে ইউটিউবসহ প্রায় ১০০টির ও বেশি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে সাহায্য করবে।
ইউটিউবের যেকোনো ভিডিও লিংক কপি করে এখানে পেস্ট করুন। এরপর ভিডিওটি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
আপনার ডাউনলোডকৃত ভিডিওটি এ এপ্লিকেশনের ভেতরেও দেখতে পারেন অথবা মোবাইলের ফাইল ম্যানেজার / যে কোনো ফাইল স্টোর এবং ল্যাপটপ / কম্পিউটারের ডেক্সটপ থেকেও দেখতে পারেন।
Download link: এখানে ক্লিক করুন
আজকে এ পর্যন্তই। আর্টিকেলটি আপনার উপকারে আসলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বলে আশা করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।