হেলো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম কীভাবে আপনি যেকোনো এন্ড্রয়েড ফোনের কুইক সেটিং পেনেল স্কিনের নিচের দিকে আনবেন ও যেকোনে এ্যাক্টিভ ও ইনএ্যাক্টিভ সেটিংকে দুইপাশে বিভক্ত করবেন। আমরা সবাই কম বেশি নোটিফিকেশন বার ইউস করি যাকে আমরা সহজ ভাষায় বলে থাকি কুইক সেটিং প্যানেল আর এই কুইক সেটিং প্যানেল সবসময় উপরে থাকে
আমরা আবার অনেকে এই কুইক সেটিং প্যানেলকে স্কিনের নিচে দেখতে পছন্দ করি আবার অনেকে এ্যাক্টিভ সেটিং প্যানেল গুলোকে আলাদা রাখলে ভালো মনে করি যাতে যেকোনো প্রয়োজনে কয়েক সেকেন্ডে তা বন্ধ বা চালু করে দিতে পারি।তো কীভাবে কি করবেন তা জানতে নিচের টিপসটি ফলো করুন।
১.শুরুতে গুগল প্লে-ষ্টোর এর সার্চবার থেকে বটোম কুইল সেটিং লিখো সার্চ করুন আর ঠিক উপরের দেওয়া স্কিনশর্টের এ্যাপটি নামিয়ে নিন।
২.এবার এ্যাপে প্রবেশ করুন ও ঠিক উপরের মতো করে এক্রেসবিলিটি সার্ভিস,ড্র ওভারলেস,মডিফাই সেটিং নামে তিনটি অপশন অন করে দিন।
৩.এবার সার্ভিস নট রানিং অপশন অফ রয়েছে আপনি এটি চালু করে দিন।
৪.দেখুন আমার মোবাইলের স্কিনশ থেকে নোটিফিকেশন বার নিচের দিকে চলে এসেছে।আপনি চাইলে এভাবে যেকোনো মোবাইলের নোটিফিকেশন সেটিং নিচের দিকে নিয়ে আসতে পারবেন।
এভার দেখুন কীভাবে ইনএ্যাক্টিভ ও এ্যাক্টিভ সেটিং স্কিনের উপরে ও নিচে রাখবেনঃ
১.এবার টাইলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন তা ক্লিক করুন।
২.দেখুন স্কিনে এ্যাক্টিভ ও ইনএ্যাক্টিভ দুটো নোটিফিকেশন বার রয়েছে চাইলে অন করে দিতে পারেন।আর এটি অন করলে এবার আপনি উপর থেকে নোটিফিকেশন বার টান দিলে এ্যাক্টিভগুলো সেটিংগুলো পাবেন।যেমনঃডাটা,সাউন্ড ইত্যাদি।আর নিচের দিকে টান দিলে সকল ইনএ্যাক্টিভ নোটিফিকেশন বার পাবেন মানে যেগুলো এখন বন্ধ রেখেছেন আপনি আপনার মোবাইলে।
ধন্যবাদ যেকোনো প্রয়োজনে আপনি গ্রাথরের সাথে থাকবেন আর যেকোনো সমস্যা হলে কমেন্ট করবেন।