এবার Shareit ছাড়া যোকোনো এ্যাপ শেয়ার করুন প্লে-ষ্টোর দিয়ে খুব সহজে

বর্তমানে আমরা যেকোনো ফাইল শেয়ার করার জন্য শেয়ার ইট ব্যাবহার করে থাকি শেয়ারইট বর্তমানে একটি জনপ্রিয় অফলাইন ফাইল শেয়ার মাধ্যম।শেয়ারইট সবার মোবাইলে থাকায় আমরা অতি সহজে একজন আরেকজনের মোবাইলে ফাইল শেয়ার করে দিতে পারি হটস্পট ও ওয়াইফাই এর সাহায্য।এখন যদি এমন হয় আপনাদের কারো কাছেই শেয়ারইট এ্যাপসটি নেই তখন কী হবে আর আজকে আমি দেখাবো এবার আর নয় শেয়ারইটযেকোনো এ্যাপ শেয়ার করুন প্লে-ষ্টোরের সাহায্য ।

প্লে-ষ্টোর তো সবাইর মোবাইলে রয়েছে।কারণ প্লে-ষ্টোর বর্তমানে জনপ্রিয় একটি এ্যাপ ডাউনলোড ষ্টোর যেখান থেকে আমরা  আমাদের প্রয়োজনীয় যেকোনো এন্ড্রয়েড নামিয়ে থাকি অনলাইন এর মাধ্যমে।এখন কেমন হয় যদি আপনার মোবাইলে থাকা এ্যাপটাকে অন্যর মোবাইলে বিনা খরচে ও অফলাইনে পাঠিয়ে দিতে পারেন।তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই পোস্টটি।

১. শুরুতে চলে যান প্লে-ষ্টোরে সেখান থেকে আপনার বামে ৩ডট আইকনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামে একটা অনেগুলো অপশন আসবে সেখান থেকে আপনি শেয়ার অপশনে চলে যান।এবার যারা এ্যাপ সেন্ড করতে চান মানে কারো মোবইলে পাঠাতে চান তারা সেন্ড অপশনে ক্লিক করুন।

আর যারা কারো মোবাইল থেকে এ্যাপ গ্রহণ করতে চান তারা রিসিভ অপশনে ক্লিক করুন।যেহেতু আমি আজকে একজনকে এ্যাপ পাঠাবো তাই সেন্ড অপশনে ক্লিক করলাম।

২. এবার দেখুন আপনার মোবইলে থাকা সকল এ্যাপ চলে এসেছে এখানে আপনার মোবাইলে ইনস্টল করা সকল এ্যাপ আসবে কিন্তু ফাইল ম্যানেজারে যে সকল এ্যাপ থাকবে তার লিস্ট আসবে না। এখান যেকোনো এ্যাপ সিলেক্ট করুন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।

৩. এবার দেখুন আপনার কাছে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনি বিনা দিদ্বায় নেয়ার বাই শেয়ার অপশনটি সিলেক্ট করুন ও ক্লিক করে ফেলুন।

৪. এবার দেখবেন অনেকগুলো ডিভাইস আসবে বা যেই মোবাইলে সেন্ড করতে চান ঐ ডিবাইসটি সিলেক্ট করে ফলেুন ব্যাস কাজ শেষ এবার আপনার এ্যাপ ঐ ব্যাক্তির মোবাইলে টান্সফার হয়ে যাবে।

আশা করি আপনাদের সামান্য হলেও উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময়ই গ্রাথরের পাশে থাকবেন।ধন্যবাদ যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন সাহায্য করব।

Related Posts