এবার টরেন্ট থেকে মুভি নামান ইউটরেন্ট বা কোনো টরেন্ট এ্যাপ ছাড়াই

হেলো সবাই  ভালো আছেন আশা করি আজকে আপনার জন্য নিয়ে আসলাম আরো একটি সুন্দর পোস্ট আর এই পোস্টটে আমি দেখাবো কীভাবে যেকোনো টরেন্ট মুভির লিংক টেলিগ্রাম বোট এর সাহায্যে ডাউনলোড করবেন।

আমরা ফ্রি থাকলেই বিনোদনের জন্য মুভি দেখি আর এই মুভি নামাতে আমাদের পোহাতে হয় অনেক জামেলা যেমন কোনো কোনো ওয়েবসাইট থেকে মুভি নামাতে গেলে আপনার এড তো থাকে আবার স্পিড পাওয়া যায় না।কিন্তু আপনি যদি টরেন্ট দিয়ে মুভি নামান তাহলে ফুল স্পিড পাওয়া যায়।আর এই টরেন্ট দিয়ে মুভি নামানোর জন্য বিভিন্ন এ্যাপ লাগে যেমন ইউটরেন্ট,ড্রয়েড টরেন্ট ইত্যাদি।তো দেখুন কীভাবে টেলিগ্রাম দিয়েই আপনি টরেন্ট ফাইল বা মুভি নামাবেন।

১.শুরুতে টেলিগ্রাম এ গিয়ে সার্চ করবেন আপলোড বোট আর উপরের দেওয়া স্কিনশর্ট এ দেখানো ইউআরএল আপলোডার বোটে প্রবেশ করুন।তারপর স্টাট করে দিন বোটটি।

২.এবার আপনার টরেন্ট ফাইল বা মুভি লিংকটি এখানে পেস্ট করুন।আশা করি টরেন্ট লিংকটি কওি করে পেস্ট করতে পেরেছেন।

৩.এবার দেখুন টরেন্ট ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে আপনি লিংকটি পেস্ট করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে।যেমন আমি ২.২জিবির কুফু পান্ডা মুভিটি সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে গেছে

৪.আপনার মুভি ডাউনলোড হওয়ার সাথে সাথে আরো একটি মেসেজ পাবেন সেটায় মুভির সব সাইজ জিপ ফাইল আকারে পাবেন।আর নাহলে বিভিন্ন সাইজ এর আলাদা আলাদা মুভিটির লিংক পাবেন।যেমন আমি টরেন্ট এর ৬১৯ এম্বির লিংকটি কপি করলাম।

৫.এবার যেই ৬১৯ এম্বির মুভি লিংকটি কপি করলাম তা আবার এসে গুগল ক্রোম এ পেস্ট করে দিলাম।আপনি যদি জিপ ফাইল এর লিংক কপি করেন তাহলে জিপ ফাইল ডাউনলোড হবে তাই আপনি আপনার যেটা ভালো লাগবে সেই মতো ডাউনলোড লিংক ক্রোম এ দিবেন।

৬.দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে গুগল ক্রোম দিয়ে।আশা করি দুইটি পদ্ধতি আপনার ভালো লেগেছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকেনো ভাবে ডাউনলোড করতে পারেন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন