আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন.
বন্ধুরা আজকে আপনাদেরকে একটা দারুন ট্রিকস পর্ব যার মাধ্যমে মোবাইলে এয়ারপ্লেন মোড চালু রেখে ইন্টারনেট ব্যবহার করবেন. অনেক সময় দেখা যায় যে আপনি মোবাইলে গেম খেলতেছেন অনলাইন গেম এবং সেই মুহূর্তে আপনাকে কেউ কল দিলো এবং আপনার গেম খেলা তে একটু সমস্যা তৈরি হয়ে থাকে. আপনি যদি চান যে আপনার নেটওয়ার্ক বন্ধ রেখে ইন্টারনেট ব্যবহার করবেন ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন তাহলেও আপনি এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন. তার জন্য আপনাকে প্রথমে মোবাইলের এয়ারপ্লেন মোড টি ওপেন করতে হবে. ওপেন করার পর আপনার মোবাইলের ডায়ালার অপশনে চলে যাবেন সেখান থেকে ডায়েল করবেন *#*#4636#*#* এই কোডটা ডায়াল করার সাথে সাথে চারটি অপশন চলে আসবে সবার উপরে থাকবে phone information তারপর আপনি ফোন ইনফর্মেশন এ ক্লিক করবেন. তারপর দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এসেছে আপনি একটু নিচে যাবেন দেখতে পাবেন turn on radio. তারপর এখানে ক্লিক করবেন এটা অফ থাকবে আপনি অন করে দিবেন. তারপর উপরে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন চলে এসেছে এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন এনাবল ডাটা কানেকশন লেখা আছে. এনাবল ডাটা কানেকশন এ ক্লিক করবেন. বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু হয়ে যাবে এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থায়. বন্ধুরা এখন আপনারা সিম কানেকশন বন্ধ রেখে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন.
# উপরের কোডের মাধ্যমে যদি কারো না হয় বা অপশন গুলো না আসে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন force lte অ্যাপসটা. অ্যাপসটা ওপেন করার পর আপনি সিম ওয়ান এ ক্লিক করবেন তারপর অপশন গুলো চলে আসবে.
তো বন্ধুরা আপনারা এভাবে মোবাইলে ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবেন সিম কার্ড বন্ধ রেখে. আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ.