কম দামে ভাল একটি স্মার্টফোন
যারা কম দামে ভাল একটি স্মার্টফোনের খোজ চাচ্ছেন , আজকের এই পোস্ট তাদের জন্য । তো আজকে যে স্মার্টফোনটির কথা লিখছি সেই স্মার্টফোনটির নাম হচ্ছে “রিয়েলমি সি থ্রী” ।বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে এই রিয়েল মি সি থ্রী স্মার্টফোনটি । গত১৮ই মে বাংলাদেশে ফোনটি লঞ্চ হয়েছে ।
এই ফোনে যা যা আছে—–
♦ ক্যামেরা: প্রাণবন্ত ছবির জন্য রিয়েলমি সি থ্রি এর পেছনে এআই ট্রিপল ক্যামেরা রয়েছে ।এআই ট্রিপল ক্যামেরার সেটাপে রয়েছে ৪ গুণ জুমের ক্ষমতাসম্পন্ন ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর সাথে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
এছাড়াও রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। প্রধান ক্যামেরায় ১০৮০ পিক্সেলে ভিডিও করার পাশাপাশি ১২০ ফ্রেমরেট স্লো-মসনে ভিডিও করা যাবে। এছাড়া ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এ স্মার্টফোনটিতে।
♦ স্টোরেজ: শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারির পাশাপাশি এ ফোনে রয়েছে ৩ জিবি র্যাম । ৩২ জিবি রম স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।
♦ ডিসপ্লে: রিয়েলমি ইউআই ও ডার্ক মোডে চোখের ওপর চাপ কমবে রিয়েলমি সি থ্রি-তে আছে ৬.৫ ইঞ্চিত এইচডি প্লাস মিনি ডিউড্রপ ডিসপ্লে। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন-ভিত্তিক রিয়েলমি উইআই। অন্ধকারেও দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে যেন চোখের ওপর তেমন চাপ না পড়ে সেজন্যে নতুন উইআই-তে সংযোজিত হয়েছে ডার্ক মোড।
♦ শক্তিশালী ব্যাটারী: রিয়েলমি সি থ্রি-তে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সি থ্রি স্মার্টফোনে ফাস্ট চার্জিং এর পাশাপাশি রিভার্স চার্জিং এর মাধ্যমে অন্য ফোনও চার্জ দেয়া যাবে।
♦ ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলক: স্মার্টফোনটিতে ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাও রয়েছে।
♦ চিপসেট: রিয়েলমি সি থ্রি-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি সেভেন্টি চিপসেট যেটি ১২ ন্যানোমিটার। বাংলাদেশের বাজারকৃত স্মার্টফোনগুলোর ভেতর সি থ্রি-তেই প্রথম এই চিপসেট ব্যবহৃত হয়েছে।
♦ যে যে কালার রয়েছে: ফ্রোজেন ব্লু ও ব্লেজিং রেড – এ দুই রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি থ্রি।
♣ দাম: রিয়েলমি সি থ্রি স্মার্টফোনটির বাজার মূল্য ১০,৯৯০ টাকা । তবে এই ডিভাইসটি গত ১৮ মে থেকে জনপ্রিয় ই-কমার্স সাইট ইভ্যালি ডট কম ডট বিডি- তে ফার্স্ট অনলাইন সেল অফারে মাত্র ১০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এই ছিল রিয়েলমি সি থ্রী এর ফুল স্পেসিফিকেশন্স।
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ।