#যে মানুষটা তোমার জন্য পাগল ছিলো…তোমাকে ছাড়া কিছুই বুঝতো না..
আজ তাকে দেখে খুব অবাক হচ্ছো তাই না…??
#নিজেকে নিজেই হয়তো প্রশ্ন করছো..কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে…
#যে মানুষটা তোমার সাথে দেখা করার জন্য দিনের পর দিন অপেক্ষা করতো..ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো..
সে আজ কি করে এতো টা বদলে গেলো..
#যেই মানুষটা তোমার মুখে হাসি ফুটানোর জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিতো..
সেই মানুষটা আজ কি করে মুখের দিকে তাকিয়ে ও দেখে না..
#কি খুব অবাক হচ্ছো তাই না.?
#অবাক হওয়ার কিছুই নাই….কারন এই মানুষটা কখনো একদিন বা দুই দিনে বদলায় নি…তোমার দেওয়া একটু একটু অবহেলা তাকে বদলে যেতে বাধ্য করেছে..
#তোমার দেওয়া প্রতিটা ক্ষত তাকে বদলে যেতে বাধ্য করেছে..
#একবুক ভালোবাসা নিয়ে সে যখন তোমার কাছে যেতো..
বিনিময়ে তুমি তাকে এক বুক কষ্ট দিয়ে ফিরিয়ে দিতে..
#যখন সে তোমার সাথে কথা বলতে চাইতো..ব্যস্ততার অজুহাতে তুমি তাকে দূরে সরিয়ে রাখতে…
#তোমার এই একটু একটু অবহেলা আজ তাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে..
#কাউকে ভালেবাসতে না পারো..তার পাশে থাকতে না পারো..তাকে কখনো অবহেলা করো না
#একটা মানুষ কখনো ইচ্ছা করে অন্যের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় না.পরিস্থিতি তাকে সরে যেতে বাধ্য করে..চারপাশ থেকে কাছের মানুষ গুলো ওকে বদলে যেতে বাধ্য করে
#কারো উপর আঙুল তুলে বদলে যাওয়ার অপরাধটা চাপিয়ে দেওয়ার আগে একটু ভাবো..তুমি তার দিকে একটা আঙুল তুলেছো..কিন্ত বাকি চারটা আঙুল তোমার দিকেই আছে…
#একটা বার ও কি ভেবে দেখেছো..তার বদলে যাওয়ার পিছনে তোমার হাত নেই তো?
কখনো কি এই কথাটা তোমার মাথায় এসেছে?কারনটা আমি জানি কিন্তু সেটা বলতে চাই না..চাই না তোমার মনে বিন্দু পরিমান কষ্ট দিতে..
#যদি কখনো বদলে যাওয়ার কারনটা বুঝতে..তাহলে হয়তো নিজের ভুল গুলো বুঝতে পারতে..
#মাসের পর মাস দিনের পর দিন বদলে যেতে যেতে একটা সময় পুরোটা ই বদলে গেছে..
অবহেলা তাকে বদলে যেতে বাধ্য করেছে…
#দূর থেকে বদলে যাওয়া টা সবার চোখে পড়ে…
কিন্তু বদলে যাওয়ার পিছনে কিছু আপন মানুষের হাত রয়েছে সেটা কেউ বুঝতে চায় না..
#তাই কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখো তোমাকে অবহেলা করলে কেমন লাগবে….পারবে কি সহ্য করতে?
#কাউকে ভালোবাসতে না পারলে তাকে আগে থেকেই দূরে সরিয়ে দেও..এভাবে ভালোবাসার নামে অবহেলা করো না….অভিশাপ বলে একটা কথা আছে..হয়তো কোনো একদিন তোমাকে ও কেউ অবহেলা করবে..তখন বুঝতে পারবা অবহেলার কষ্ট কতটা ভয়াবহ হতে পারে…