হাই,গাইস।কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করব। এই অ্যাপস এর কাজ দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। অ্যাপসের লিঙ্ক এই পোস্ট এর শেষে দেওয়া আছে।সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই অ্যাপসের কাজ।
এই যে ছবিতে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কেউই আপনাকে ফ্রিতে দিবে না কারণ অ্যাপসটিতে ১৫০ টাকা দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হয়। এখানে আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
অ্যাপসটিতে কীভাবে কাজ করবেন:
অ্যাপসটি ডাউনলোড করুন। তারপরে অ্যাপসটি ওপেন করুন।
অ্যাপসটি ওপেন করে বাম পাশে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে, নিউ মেমোরি তে ক্লিক করলে গ্যালারি এবং ফটো দুটি অপশন আসবে।যেকোনো একটিতে ক্লিক করে তোমার পছন্দমত একটি ছবি সিলেক্ট করে নিন।
আমি নিচের ছবিটি ওপেন করছি:
ছবি ওপেন করে কিছু কাজ করতে হবে এইসব কাজ করলে ছবিটি জীবন্ত হয়ে যাবে।
চলুন শুরু করা যাক কিভাবে ছবিটি জীবন্ত করবেন:
ছবি ওপেন করার পর নিচে মোশন অপশন এ ক্লিক করলে অ্যারো চিহ্ন আসবে,অ্যারো চিহ্ন গুলো যেসব ছবিতে আনবেন সেগুলো জীবন্ত হয়ে যাবে।
এরপর নিচে মোশন এর সাথে সিকুয়েন্স অপশনে ক্লিক করে ঠিক একইভাবে অ্যারো চিহ্ন গুলো টানতে হবে।
এরপর মাস্ক অপশনে ক্লিক করে যেকোনো ছবি সুন্দর করা যায়।যেমন: ধরুন কোনো ছবিতে লোকজন আছে।এই লোকগুলো মাস্ক করে সুন্দর করা যায়।
মাক্স না করলে চলে।কিন্তু সুন্দর্য বাড়ার জন্য মাস্ক ব্যবহার করা হয়। মাস্ক ব্যবহার না করলে আপনার বিষয়বস্তুটি সুন্দর হবে না।
উপরে প্লে বাটনে ক্লিক করে দিলে আপনার ছবিটি জীবন্ত হয়ে গেছে।
এবার কিভাবে ছবিটি সেভ করবেন:
অ্যাপসটির ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে {সেভ/এক্সপোর্ট ভিডিও} এই অপশনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে।
এখন কিভাবে এ্যাপসটি ডাউনলোড করবেন একদম ফ্রিতে:
অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
প্লিজ প্লিজ প্লিজ এই অ্যাপসটা অন্য কাউকে শেয়ার করবেন না। আমাকে ১৫০ টাকা দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হয়েছে।
এইভাবে যে কারো ছবি জীবন্ত করে তাকে দেখিয়ে চমকে দিতে পারবেন। যদি কাউকে অ্যাপটি শেয়ার করেন তাহলে যে কাউকে চমকে দিতে পারবেন না। সুতরাং অ্যাপসটি শেয়ার করবেন না এটা আমার অনুরোধ রইলো।
এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকুন, ঘরের বাইরে বেরোলেই মাক্স ব্যবহার করো।
এই কামনা করি। {খোদা হাফেজ}