জানা বা শেখার কোন বয়স নেই যতো জানবো ততো জ্ঞ্যন বারবে
চলুন জেনে আসি স্পেস এক্স এবং এলন মাস্ক সম্পর্কে।ইলন মাস্কের জন্ম দক্ষিন আফ্রিকায় ১৯৭১ সালের ২৮ জুন।মাস্কের বয়স যখন ১০ বছর তখন থেকে তার কম্পিউটার এর প্রতি এক বিশেষ আগ্রহ গড়ে ওঠে।তিনি ১২ বছর বয়সে একটি গেমস তৈরি করে যেটি প্রায় ৫০০ ডলারে বিক্রি করেন গেমস টির নাম ছিলো’ব্লাস্টার’।তিনি ইউনিভার্সিটি অফ পেনিসেলভেনিয়া থেকে পদার্থ বিজ্ঞান ও অর্থনীতিতে পড়াশোনা করেন।মাস্ক এবং তার ভাই কিম্বল তাদের বাবার ২৮০০০ ডলার নিয়ে প্রথমে জিপ২ গঠন তৈরি করেন।জিপ২ হলো অনলাইন ভিত্তিক একটি ট্রাভেল গাইড সেবাদানকারী প্রতিষ্ঠান.১৯৯৯ সালে কমপ্যাক কম্পিউটারের কাছে এটিকে বিক্রি করে দেয় ৩০৭ মিলিয়ন ডলারের বিনিময়। পরবর্তীতে মাস্ক এক্স.কম নামে একটি প্রতিষ্ঠানে তার আয়ের অর্ধেকের বেশি তাকা বিনিইয়োগ করেন।তারপর এটি পেপাল এর সাথে একীভুত হয় যার বেশিরভাগ সেয়ারের মালিক ছিলেন মাস্ক.২০০২ সালে পেপাল কে কিনে নেয় ইবাই তখন মাস্ক তার প্রায় ১৮০ মিলিয়ন ডলার নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসেন।এরপর সে একটি মহাকাশযান প্রস্ততকারী প্রতিষ্ঠান করার চিন্তা করলো।তিনি চিন্তা করে দেখলেন বরতমান সময়ের চেনে অনেক কম টাকার ভিতরে সে রকেট তৈরি করতে পারবেন।অতপর ২০০২ সালে ১০০ মিলিয়ন ডলার নিয়ে স্পেস এক্স এর যাত্রা সুরু করেন.২০০৬ সালে তাদের প্রথম রকেট উড্ডয়মানের ৩৩ সেকেন্ড পরেই বিধ্বস্ত হয়.২০০৭ ও ২০০৮ এ ২য় ও ৩য় বারো ব্যর্থ হয় ।এবং কোম্পানিটি প্রায় শেষ হয়ে গিয়েছিলো।তার কাছে মাত্র এক বার চেস্টা করার মতো টাকা ছিলো.২৩ দিসেম্বর ২০০৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্গো পরিবহন এর জন্য নাসার সাথে ১,৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি সাক্ষর করেন.২০১১ সালে স্পেস এক্স জনসন্মুখে পুনরায় ব্যবহারযোগ্য রকেট উড্ড্যন করেন।অনেকবার ব্যর্থ অবশেষে সফল.২০১৫ দিসেম্বর এ তাদের রকেট সফলতার সাথে অবতরন করে।এভাবেই স্পেস এক্স এর জন্ম।