ক্রিকেট, নাম টা শুনলে আমার মনের ভেতরে যে ছবি স্পষ্ট ভাবে ফুটে ওঠে সেটা হচ্ছে বাট আর বল। কারণ ওই ঢাল আর তরোয়াল ব্যবহার করেই যে এই খেলাটা খেলতে হয় টা আমরা সবাই জানি। কিন্তু আজ ক্রিকেটের কিছু অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে অবশই বিচলিত করতে পারে। তো চলুন শুরু করা যাক।
1. প্রথম দিকে এই খেলা কেবল মাত্র রাজ রাজাদের বাড়িতে খেলা হতো
2.ক্রিকেট অর্র্থ ঝিঁঝি পোকা।
3.ব্রিটিশ রা যেসব দেশ শাসন করেছে সেই সকল দেশে এই খেলার প্রচলন বেশি।
4. প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1975 সালে।
5. প্রথম থেকে ব্রিটেনে সচরাচর হয়ে গেলে গেলে থাকলেও খেলার প্রবর্তক কিছু আকাশ রাখালরা। যারা দাদার হাতে থাকা লাঠিতে এই খেলাটা খেলতো।
6. 2000 সালের 4 ওভারে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং এই চার ওভারে মাত্র প্রত্যেক ওভারে চারটি করে বল হতো।
7. ফুটবলের পরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা অর্জন করতে কোন সময় লেগেছে।
9. সবচেয়ে কম সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করা খেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্রিকেট।
8. সম্পর্কের রোমানরা দাবি করতে শুরু করেছে যে এই খেলাটি তাদের দেশে প্রথম উৎপত্তি লাভ করে।
9. আমরা জানি পাকিস্তানীরা বাঙ্গালীদের সব ক্ষেত্রে বৈষম্য দেখেছে ক্রিকেট যায়নি দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের জাতীয় দলে মাত্র একজন বাঙালি ক্রিকেটার ছিলেন।
10. ক্রিকেটে কম সময়ে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে দেশটি আফগানিস্তান এবং এরপরে জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ।
11.সবচেয়ে প্রতিকূলতার মধ্যে সাফল্য অর্জনকারী দেশটি আফগানিস্তান।
12. ক্রিকেটের অদ্ভুত কিছু নিয়মের মধ্যে রয়েছে ডি এল মেথড।
পোস্ট টি ভালো লাগলে শেয়ার করে গ্রাথর এর সাথেই থাকুন।
ক্রিকেট বিশ্বে অন্যতম নাম ক্রিস গেইল
বয়স তো ৪১ হয়ে গেল। আগের মতো কী আর ঝড় তুলতে পারবে খেলার মাঠে? এসব ভেবেই হয়তো এবার ক্রিস গেইলকে...