করোনা ভাইরাস দিন দিন মহামারী আকারে ধারণ করছে। প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে এই মহামারী ভাইরাসে এবং সেই সাথে মৃত্যুবরণ করছে। করোনা ভাইরাসের সেই মহামারী প্রভাব আক্রমণ করছে আমাদের দেশেও।করোনা ভাইরাসের প্রভাব পড়ছে দেশের সর্বএ খাতে। বাদ নেই দেশের ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে নিম্নতর স্থানসমূহে।
করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে লেনদেন ব্যবস্থা। তাই বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত জারি করেছে। মোবাইল এপের নির্ভরযোগ্য টাকা লেনদেনের সার্ভিস বিকাশ,রকেট এবং নগদে বাংলাদেশ ব্যাংক প্রত্যাহিক লেনদেনের সীমা বাড়িয়েছে। পূর্বে যেখানে টাকা লেনদেনের এ সকল সার্ভিসমূহে সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা তোলা যেত সেই সকল সার্ভিসে এখন টাকা তোলা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। এটি সকল গ্রাহকদের জন্য একটি সস্তিদায়ক খবরও বটে। এছাড়াও বিকাশ,রকেট, নগদে সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশআউট করলে কোন গ্রাহক থেকে অতিরিক্ত কোন ধরণের চার্জ কাটা হবে না।
শুধুমাত্র বিকাশ, রকেট,নগদে নয়। লেনদেনের সীমা বাড়িয়েছে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড এর ক্ষেত্রেও। ডেবিট ও ক্রেডিট কার্ড এর মাধ্যমেও আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোন ধরণের অতিরিক্ত চার্জ কাটা হবে না এছাড়াও এই চার্জ কাটা হবে না কোন ধরনের ঔষধ ক্রয়ের ক্ষেত্রেও। তবে এই অফারটি বহাল থাকবে শুধুমাত্র দিনে যদি আপনি সর্বোচ্চ পনেরো হাজার টাকা তুলে থাকেন এবং মাসে সর্বোচ্চ লক্ষ টাকার জরুরি পণ্য কেনার ক্ষেত্র বিশেষে। তবে যদি আপনি মাসে ১লক্ষ টাকার বেশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন তাহলে এই অফারটি আর গ্রহণযোগ্য হবে না।
এই বিষয়টি গত ১৯ শে মার্চ বাংলাদেশ ব্যাংক বিশেষ সার্কুলার এর মাধ্যমে জানানো হয়। সার্কুলারটি জারির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা, পরিচালনা সদস্য এবং এজেন্টদের নিয়মিত জীবাণুমুক্ত থাকা এবং হ্যান্ড সেনিটাইজার রাখার ব্যবস্থা নেওয়াসহ আরো অন্য সকল সাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। সেই সাথে সরকার কৃতক সকল নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।
করোনা ভাইরাস মোকাবেলায় গ্রাহকদের ঝুঁকিমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার কৃতক সচেতনতার অংশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশে ব্যবহৃত এমন কিছু এপ্লিকেশন নিয়ে কথা বলব যা আপনার মোবাইল এ থাকা আবশ্যক
আস্সালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো।আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজ আপনাদের সাথে বাংলাদেশে ব্যবহৃত এমন কিছু এপ্লিকেশন...