♦
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তায়ালা এর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি, তাই আসুন সকলে মিলে এক আল্লাহ তায়ালা এর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আপনারা আল্লাহ তায়ার রহমতে ভালোই থাকেন এটাই আমার কাম্য, তাই আপনারা ভালো থাকার জন্য নিয়ে আসলাম, আরেকটি পোস্ট, আমি এই পোস্টে আলোচনা করবো, আমরা এই দুনিয়াতে অস্থায়ী নাকী চিরস্থায়ী।
পৃতিবীতে সবচে বড়ো সত্য আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি কর্তা, আমরা আল্লাহ তায়ার সৃষ্টি, তিনি একক, আল্লাহ তায়ালা এর কোন অংশীদার নেই, আল্লাহ তায়ালা এর কোন সমকক্ষ নেই। আল্লাহ তায়ালা একাই এই সারা জাহান সৃষ্টি করেছেন।
তার পর চির সত্য হলো, আমাদের মহা নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাঃ আল্লাহ তায়ালা এর বান্দা ও তার রাসূল।
আমার জানামতে চির সত্য হলো মৃত্যু, সকলকে মৃত্যু বারন করতে হবে , মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না।
আল্লাহ তায়ালা মহা প্রবিত্র মহা আল কুরআনে বলেছেনঃ “প্রত্যেকটি প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন কারি ”
তো বন্ধু গন আমরা এই কথা দারা এটাই বুঝতে পারলাম, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয় বরং আমরা অস্থায়ী , আমরা একদিন এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাবো।
কি দুঃখ এর বিষয় হলে হে আমার বন্ধুরা আমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করি, আমাদের বসবাস দেখলে মনে হয় কেমন যেনো আমরা মনে করতে ছি আমরা এই দুনিয়া থেকে কখনো যাবো না আমরা তাতে চিরকাল থাকবো।
আমরা ভালে করে জানি আমরা একদিন এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাবো, তার পরেও কেন আমরা এতো পাপ কাজ করি,।কেন আমরা চিরস্থায়ী বসতির মতো আমরা বসবাস করি ।
তার অন্যতম কারণ হলে, আমাদের অন্তরে আল্লাহ তায়ালা এর ভালো বাসা নই, আল্লাহ তায়ালা এর ভয় আমাদের অন্তরে নাই।
আমাদের মৃত্যুর পর আমাদের জীবনের হিসাব আল্লাহ তায়ালা এর কাছে দিতে হবে, তার কোন সন্দেহ নাই, তার পর আল্লাহ তায়ালা ফায়সালা করে দিবে আমরা জাহান্নমি নাকি জান্নাতি।
হে আমার বন্ধু, আমরা যদি জাহান্নী হই,।
তখন আমাদের কি উপায় হবে, তখন আমাদের চামরা গুলো কামরিয়ে খাওয়া ছারা আমাদের আর কোন উপায় থাকবে না।
তাই বন্ধুগন তোমাদের কাছে আমার অনুরুধ আল্লাহ তায়ালা কে ভায় করে, আখরাতের জন্য কিছু যোগার করুন, না হয় আর কোন উপায় থাবে না।
এই বলে আজ আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম।