আমার দ্বিতীয় পোস্ট টিতে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম ঢাকা হতে কক্সবাজার রুটের গ্রীনলাইন পরিবহন বাসটির ভাড়া সংক্রান্ত তথ্যাবলি।
আজ আমি কথা বলবো ঢাকা হতে কক্সবাজাররুটের সেরা ১০ টি বাসের নাম ও ভাড়া সংক্রান্ত তথ্যাবলি।সাথে বাসের কাউন্টারের কিছু তথ্যও দেওয়ার চেষ্টা করবো।
১. গ্রীনলাইন পরিবহনঃ-
গ্রীনলাইন পরিবহনের যে সকল বাসগুলো রয়েছে সেগুলো হলোঃ-
Volvo,Scania,Multi axle,Stardaa,Double Decker ও Sleeper coach.
যেখানে
Volvo/Scania (Eco class):- 1250৳
Economic Seats:- 1600৳
Business class:- 1800৳
Double Decker:- 2000৳
Sleeper Coach:- 2500৳
ভাড়ায় চলাচল করছে।
কাউন্টারঃ- রাজারবাগ,আরামবাগ,কল্যাণপুর খালেক পাম্প,নর্দ্দা,আবদুল্লাহপুর।
২।হানিফ এন্টারপ্রাইজঃ-
ঢাকা হতে কক্সবাজার রুটের অন্যতম বাস কোচ সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ। তাদের বহরে থাকা VolvoB9R,Hino RN8JSK,Hino RM2 ও Hino নন এসি বাস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে
Volvo,RN8JSK,Hino RM2 (Business class)
বাসের ভাড়া 1800৳ ও (Economic class) এর ভাড়া 1600৳.
Hino 1j Non AC:- 800৳ ভাড়ায় চলাচল করছে।
কাউন্টারঃ- সাভার,গাবতলী,শ্যামলী,আব্দুল্লাহপুর,নর্দ্দা।
৪। সোহাগ পরিবহনঃ- Swidish Scania K360, Scania Multi Axle K410 and Hino 1j Non Ac বাস দ্বারাই তারা এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে
ভাড়াঃ-
Scania K410 & K360:- 1800৳.
Hino 1j Non AC:- 800৳
বাসগুলো ঢাকার আরামবাগ,রাজারবাগ,কমলাপু, বসুন্ধরা,আব্দুল্লাহপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
৪।এনা ট্রান্সপোর্টঃ- ঢাকা হতে কক্সবাজার রুটে দাপটের সাথে চলাচল করে Ena Transport.
তাদের বহরে থাকা Hyundai Universe,Hino 1j AC & Non AC দ্বারাই ঢাকা-কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যায়।
ভাড়াঃ-
Hino 1j AC:- 1000৳
Hino 1j Non AC:- 800৳
Hyundai Business class:- 2000৳
Hyundai Economic class:- 1800৳.
কাউন্টারঃ-
ঢাকার মহাখালী ও গাবতলি বাস টারমিনাল,নর্দ্দা,আবদুল্লাহপুর,টঙ্গী।
৫।শ্যামলী পরিবহনঃ-
Shyamoli Paribahan, তাদের ফ্লিট এ থাকা Hino RN,Hino RM2,Scania,Hyundai,Hino 1j AC & Non AC বাস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে।
ভাড়াঃ-
Business Class:- 2000 tk
Economic class :- 1800 tk
Hino 1j non ac:- 800.
তো এই পর্যন্তই ছিলো আজকে আমার পোস্ট।
আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য পেতে আমার সাথেই থাকবেন।
ধন্যবাদ।
Sheikh Sahin.