নবম শ্রেণির এসাইনমেন্ট রসায়ন উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।
দেশের প্রায় সকল ছোট বড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে এখন এসাইনমেন্ট সাবমিশন। প্রতিটি সপ্তাহে শিক্ষার্থীরা নতুন প্রশ্ন পত্র পাচ্ছে এবং সেই প্রশ্নপত্র অনুযায়ী তাদের নির্দিষ্ট তারিখের মধ্য দিয়ে উক্ত এসাইনমেন্ট জমা দিতে হচ্ছে স্কুলের মধ্যে।সকল ক্লাসে চলছে এই এসাইনমেন্ট জমা দেবার পালা। শিক্ষার্থীরা এসাইনমেন্ট জমা দেবার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবেঃ
১.প্রথমে একটি কাভার পেইজ করতে হবে যা কিনা এসাইনমেন্ট এর উপরে দিতে হবে।
২A4 সাইজের কাগজে এসাইনমেন্ট জমা দিতে হবে।
৩.হাতের লিখা পরিষ্কার রাখতে হবে।
৪.সঠিক প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হবে।

৫.প্রশ্নের বানবন্টন অনুযায়ী লিখতে হবে।

৬.কোন  ধরনের অহেতুক লিখা পরিহার করতে হবে।

৭.সঠিক সময়ে জমা দিতে হবে।

৮.জমা দেবার আগে সকল কিছু একবার বিভাইস করে নিতে হবে।

৯।চিত্রগুলো সুন্দর করে একে দিতে হবে।

১০.একটি ফাইল আকারে এসাইনমেন্ট জমা দিতে হবে।

আমি ধারাবাহিক ভাবে অনেক শ্রেণির এসাইনমেন্ট এর উত্তরপত্র তুলে ধরেছি। আজ আমি নবম শ্রেনীর রসায়ন এসাইনমেন্ট তুলে ধরেছি। এইবারের নবম শ্রেণির এসাইনমেন্ট এ শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা দেওয়া হয়েছে।উক্ত পরীক্ষার খুটিনাটি সকল কিছু আমি তুলে ধরেছি। করোনা মহামারীর সমত এর সময়ে শিক্ষার্থীদের যাতে বেশি খুঁজে সময় নষ্ট না করতে হয় তার জন্য আমি আজ নবম শ্রেণির রসায়ন নিয়ে এসেছি। আশা করি আপনাদের উপকার হবে।নরম শ্রেনীর এসাইনমেন্ট ঃঃ

শিরোনামঃঃবালি ও পানির মিশ্রণ

যন্ত্রপাতিঃবিকার,,ফানেল,সিলভার নাইট্রেট

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related keyword: নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট রসায়ন, নবম শ্রেণীর এসাইনমেন্ট রসায়ন

Related Posts

11 Comments

মন্তব্য করুন