আজকে আমরা সেরা ৫টি গ্রাফিক গেমের রিভিউ দিতে চলেছি তো শুরু কর যাক পোস্টটি।এই রিভিউতে দেওয়া সকল গেমস প্লে-ষ্টোরে এ পেয়ে যাবেন আপনি তো প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
১.এলিয়েন ড্রাইভ মি ক্রেজিঃ
নাম দেখে হয়তো অনেকে হালকা আনদাজ করতে পেরেছেন গেমটি আসলে কি নিয়ে। জী গেমসটি আসলে এলিয়েন নিয়ে আপনার কিছু বন্ধুকে এলিয়েন তুলে নিয়ে গেছে এখন আপনাকে আপনার এই ভালো বন্ধুগুলোকে গাড়ি চালিয়ে বাঁচাতে হবে। নানা বিপদ পাড়ি দিয়ে আপনি কী পারবেন আপনার বন্ধুকে এলিয়েনের হাত থেকে বাঁচাতে তো খেলে ফেলুন এই গেমসটি আর শেয়ার করুন আপনার এক্রপেরিয়েন্স।
২.প্রাইম পিক্রঃ
প্রাইম পিক্র প্রায় এন্ড্রয়েড গেমস হিল ক্লাইমভ এর মতোই দেখতে কিন্তু দেখতে এক হলে কি হয়েছে গ্রাফিক এর দিক দিয়ে প্রাইম পিক্র এর তুলনা হয় না যদি আপনি গ্রাফিক গেমারস হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন।
৩.ডেডি ওয়াস এ থিফঃ
একজন বাবা চাকরি হারিয়ে ফেলেছেন এখন তার তো তার সংসার বা তার নিজের চলতে হবে এখন সে কি করবে কিছু বুঝতে না পেরে ব্যাংক ডাকাতি করতে যায় আর ডাকাতির পুরো কন্ট্রোল আপনি করবেন কারন গেমসটি আপনি খেলবেন বাকিটা আপনার উপর নির্ভরশীল।
৪.মারবলি এজঃ
বাবল শুটিং গেমস বাবল গুলো সারি ধরে একটি গোল লাইন ধরে একের পর এক বেরিয়ে আসতে থাকনে আর আপনি বাবল শুটার দিয়ে শুট করবেন আর পয়েন্ট অর্জন করে লেভেল আপ করবেন।
৫.এংগরি বার্ড ২:
এংগরি বার্ড গেমসটি সবার প্রিয় গেম হওয়ার কথা কারণ এই গেমসটি আমরা ছোটোকাল থেকে খেলে আসছি।গেমসটির লেভেল এর অভাব নাই ১৮০০+ খেলছি আরো বাকি আছে আপনিও খেলেন আর বাকিটা কী হয় কমেন্ট এ জানাবেন ধন্যবাদ।
আশা করি পুরো পোস্টটি পড়েছেন ও আপনার যেকোনো গেমস ভালো লেগেছে যদি আপনার এখান থেকে কোনো গেমস ভালো লেগে থাকে তার নাম কমেন্ট বক্রে জানিয়ে দিন।আর পরবর্তীতে আরো গেমস এর রিভিউ নিয়ে আসব গ্রাথোরের সাথে থাকবেন ধন্যবাদ।