সবাই ভালো আছেন তো? করোনা সংকটে সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলছেন তো?
বন্ধুরা আজ আপনাদের সাথে একটা অ্যাপস নিয়ে আলোচনা করব।আজকাল হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই ফেসবুক ব্যবহার করে।ফেসবুক এমন এক সামাজিক যোগাযোগ মাধ্যম যা বিশ্বব্যাপী এক অনন্যময় যোগাযোগ স্থাপন করেছে। শুধু যোগযোগ নয় এটি এখন বিনোদন, খেলাধুলা,চিকিৎসা, ব্যবসা ইত্যাদি বিস্তারে মুখ্য ভুমিকা পালন করে।ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষের দেখা মেলা অমবস্যার চাদের মতো।কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই ফেসবুক ব্যবহার করে।
মূল আলোচনায় যাওয়া যাক।আমরা বাংলাদেশীরা তিন – চার বছর পূর্বে ফেসবুক সম্পর্কে জেনেছি। সবার ফেসবুকে অ্যাকাউন্ট আছে আবার কেউ কেউ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে।যদিও ইউটিউব এর অবদানে আমরা প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত হয়ে থাকি।কিন্তু সেসব প্রযুক্তি ক্রয় ক্ষমতা আমাদের সাধ্যের বাহিরে।
বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আমার ধারণা সবার কাছেই একটা এনড্রয়েড মোবাইল ফোন আছে।তাছাড়া বর্তমান সময়ে এনড্রয়েড ফোন ছাড়া কিছু ভাবাই যায়না।আমরা যারা এনড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি সেই ফোনে অসংখ্য অ্যাপস ব্যবহারের প্রয়োজন পড়ে।কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হল আমাদের ফোন মেমোরি যাকে বলে Ram. অধিকাংশ মানুষের ফোন মেমোরি ২-৩ জিবি।শুধু বিত্তবানেরা আইফোন বা হাই রেটেড ফোন ব্যবহার করে।
আমাদের ফোন মেমোরি স্বল্পতার কারণে কিছু সমস্যায় পড়তে হয়।যেমন:
অনেক সময় ফোন কাজ করেনা।
ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
ফোনের অ্যাপস গুলো কাজ করেনা।
ফোনে ব্যবহৃত সেন্সর গুলো কাজ করেনা।তাছাড়াও নতুন নতুন অ্যাপস ইন্সটল করার সময় যথেষ্ট যায়গার অভাবে আমরা সেই অ্যাপস ব্যবহার করতে পারিনা।
আমরা সচরাচর প্লে স্টোরে ফেসবুক লিখে সার্চ করলে একটি অ্যাপস আমাদের সামনে চলে আসে,যেটা ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ।কিন্তু এই অ্যাপ এ ডাউনলোড সাইজ প্রায় ৬০ এমবি।এর থেকেও বড় কথা হল,যখন আপনার ফোনে এই অ্যাপ টিকে ইনস্টল করবেন তখন এটি সর্বমোট ২০০ এমবি জায়গা দখল করে নিবে।আমরা জানি ১০২৪ এমবি তে এক জিবি,সুতরাং এই ফেসবুক অ্যাপটি ১ জিবি মেমোরির এক- চতুর্থাংশ জায়গা দখল করে নেয়।
কিন্তু বন্ধুরা আমরা যদি এই অ্যাপ ব্যবহার না করে অন্য একটি ছোট এমবির অ্যাপ ব্যবহার করি তাহলে একই সাথে আমাদের দুইটা সুবিধা হবে।
অ্যাপটির নাম লাইট।প্লে স্টোরে ফেসবুক লাইট লিখে সার্চ দিলে অ্যাপ টি পেয়ে যাবেন।
আর বন্ধুরা এই অ্যাপটির সাইজ মাত্র ১৯ এমবি।ফোনে ইনস্টল করার পর এটি মাত্র ২৫ এমবি জায়গা দখল করে।আর বন্ধুরা এই অ্যাপ আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপের সকল সুবিধা পাবেন।এবং সর্বনিম্ন ২ কিলো বাইট নেটের গতি থাকলেই এই অ্যাপ স্বাভাবিক ভাবে চালানো যাবে।আর এই অ্যাপ এ মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন।এই অ্যাপ
আপনি লাইভ হতে পারবেন।এবং এই অ্যাপেও আপনি ফেসবুক এর ডার্ক ভার্শন পেয়ে যাবেন।
আর এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় দের সাথা বার্তা আদান প্রদান করতে পারবেন।এই অ্যাপ এর মাধ্যমে ভিডিও দেখতে পারবেন এবং ভিডিও শেয়ার করতে পারবেন।
আপনাদের যাদের ফোন মেমোরি নিয়ে সমস্যা তারা এই অ্যাপ টি ব্যবহার করুন,আশা করি আপনাদের সমস্যা সমাধান হবে।আর আপনি আপনার পছন্দমত অনেক অ্যাপ ব্যবহার করতে পারবেন।
পোস্ট ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।