আমরা সবাই কম-বেশি বিভিন্ন ফাইল বা ভিডিও বা তথ্য গুগল ড্রাইভ এ আপলোড করে থাকি আর গুগল ড্রাইভ এ প্রথমে ১৫ জিবি ফ্রি ফলে অল্প পরিমাণ তথ্য রাখার পর গুগল ড্রাইভ স্টোরেজ ফুল হয়ে যায় ফলে আর তথ্য আপলোড করা যায় না পরে আপনাকে আরো স্টোরেজ টাকা দিয়ে কিনে নিতে হয়।কেমন হয় যদি আপনি ফ্রিতে ৩০ জিবি পান আর এই ৩০জিবিতে যেকোনো তথ্য রাখতে পারেন এমনকি এই তথ্য বা ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করলে তারা এই তথ্যগুলো ডাউনলোড করতে পারে।জী এমনি এক ফাইল আপলোড ক্লাউড স্টোরেজ সাইটের নাম হলো মেগা।তো কীভাবে মেগা থেকে ৩০জিবি ফ্রি নিবে দেখে নিনঃ
১.শুরুতে মেগা লিখে গুগল এ সার্চ করুন তারপর ওয়েবসাইট এ প্রবেশ করুন।
২.উপরের দেওয়া ডানদিকে ক্রিয়েট এক্যাউন্ট নামের অপশনে ক্লিক করুন।
৩.এবার আপনাকে এক্যাউন্ট খুলার জন্য প্রথম নাম ও দ্বিতীয় নাম দিন তারপর ইমেল এড্রেস দিন তারপর পাসওয়ার্ড দিন আবার পাসওয়ার্ড পুনরাবৃত্তি করুন।তারপর আপনি নিচে দেওয়া ট্রাম কন্ডিশন পড়ে দুটি বাক্রে টিক চিহ্ন দিন।এবার ক্রিয়েট এক্যাউন্ট এ ক্লিক করুন।
৪.এবার আপনার ইমেলে ভেরিফাই করতে একটি লিংক যাবে তারপর আপনার ইমেলে প্রবেশ করে ভেরিফাই মাই ইমেল এ ক্লিক করে এক্যাউন্টটি ভেরিফাই করে নিন।
৫.দেখুন ৩০ জিবি ফ্রি স্টোরেজ পেয়ে গেছি এভাবে আপনি আরো এক্যাউন্ট করলে আরো বেশি বেশি স্টেরেজ পাবেন।
আপনি যদি কাউকে রেফার করেন তাহলে আরো ৩০ জিবি ফ্রি পাবেন তাহলে বোঝেন বিনা মুল্য কত শত শত জিবি ও কত হাজার হাজার তথ্য এই ক্লাউড স্টোরেজ মেগা নামক ওয়েবসাইটে রাখতে পারবেন।আর এই মেগা লিংক এর ডাউনলোড স্পিড ও প্রায় গুগল ড্রাইভ এর ডাউনলোড স্পিড এর মতোই।আমি মেগা লিংক এর থেকে কিছু ডাউনলোড দিলে ওয়াইফাঔ দিয়ে সবসবময় ২এমপিএস থাকে।