ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলের সুবিধা ও ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলের অসুবিধা

সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালই আছেন।এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে আলোচনার আজকের পর্বে আমি আলোচনা করব Best free five advanced keyword research tool ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলের সুবিধা।ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলের অসুবিধা। যারা এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে আলোচনার আগের কনটেন্টগুলো পড়েননি তারা এই কনটেন্ট পড়ার পূর্বে অবশ্যই আগের কনটেন্টগুলো পড়ে আসবেন।এই কনটেন্টগুলো পড়ার পাশাপাশি বাসায় ল্যাপটপ বা মোবাইল দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে বিষয়গুলো আয়ত্ত থাকবে।

Best free five advanced keyword research tool:

ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলের সুবিধা: ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলের সবচেয়ে বড় সুবিধা হল এগুলো ব্যবহার করলে আপনাকে কোন অর্থ খরচ করতে হয় না। আমার পরামর্শ অনুযায়ী যারা প্রথমদিকেএসইও করবেন তারা অবশ্যই ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করবেন। পরবর্তীতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এডভান্স Paid কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করবেন।

ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলের অসুবিধা: এই টুল ব্যবহার এর সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি সবগুলো সুবিধা পাবেন না।কথায় আছে সস্তার তিন অবস্থা।অর্থাৎ ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করলে অনেকগুলো টুল ব্যবহার করবেন তাহলে মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবেন।

Best  Free Five advanced keyword research tool:

(১) Uber suggest: এই টুল ব্যবহার করে আপনি মোটামুটি কিছু কাজ ভালই করতে পারবেন। তবে সঠিক কিওয়ার্ড রিসার্চ এর জন্য পাশাপাশি অন্য টুলের সাহায্য নেবেন।

(২) Google keyword planner: বিশ্বের সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে গুগোল কিওয়ার্ড প্লানার। ফ্রী হিসাবে হলেও এর মাধ্যমে মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন।সার্চ ভলিয়ম,সিপিসি ইত্যাদি বিষয়ে মোটামুটি সঠিক তথ্য সরবরাহ করে।

(৩) Keywordtool.io: এটিও বিশ্বের জনপ্রিয় একটি ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুল। এর মাধ্যমে আপনি ইউটিউব এর ক্ষেত্রে সবচেয়ে ভালো তথ্য পাবেন। এটির মাধ্যমে আপনি নানারকম রিলেটেডকিওয়ার্ড পাবেন।

(৪) Google search suggestion: আপনি যদি low competitive keyword খুঁজেপেতেচান তাহলেএটি ব্যবহার করতে পারেন। এটি আপনাকে অনেক রকম Low কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পেতে সহায়তা করবে।

(৫) Searchvolume.io: এই ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুলটি আপনাকে বিভিন্ন সার্চ ভলিয়ম খুঁজে পেতে সহায়তা করবে।

যারা পূর্ববর্তী পার্টগুলো পড়েননি তারা এই পার্কটি পড়ার আগে পূর্ববর্তী পার্ট পড়ে আসবেন তাহলে বুঝতে পারবেন। আমার পরবর্তী কনটেন্ট হবে***ব্যাকলিংক কী?ব্যাকলিংক কীভাবে কাজ করে?ব্যাকলিংক কেন করব? পরবর্তী কনটেন্ট দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি।

 Important Keyword:

# Best  Free Five advanced keyword research tool

# Uber suggest

# Google keyword planner

# Keywordtool.io

# Google search suggestion

# Searchvolume.io

#এসইও কেন করতে হয়?

#এসইও কীভাবে করব?

#Seo Bangla

#এসইও বাংলা টিউটোরিয়াল

#Digital Marketing

#CPA Marketing

#Keyword

#keyword Research

#CPC

Related Posts

14 Comments

মন্তব্য করুন