আমরা সবাই তো অনলাইন ক্লাস করছি কারণ করোনা পরিস্থিতিতে যেহেতু সরাসরি স্কুলে গিয়ে ক্লাস করানো সম্ভব হচ্ছে না। তাই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ভিডিও কনফারেন্স মাধ্যমগুলো ব্যবহার করে আমরা প্রতিদিনের ক্লাসগুলো করে নিচ্ছি।আমরা অনেকে স্কুলের দেওয়া নিদিষ্ট ভিডিও কনফারেন্স এ্যাপ ব্যবহার করে থাকি এর মধ্যে অন্যতম বলতে গেলে জুম ও গুগল মিট এই জুম ও গুগল মিট ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রিতিষ্ঠান বিভিন্ন ভিডিও কনফারেন্স মাধ্যম ব্যবহার করছে তো আজকে আমি ৫টি ভালো মানের ভিডিও কনফারেন্সিং এ্যাপ এর রিভিউ দিবো তো নিচে দেখে আসুন রিভিউগুলো।
১.হোয়াটস এ্যাপঃ ফেসবুকের মালিকানিধীন এই এ্যাপটি বর্তমানে ব্যাপক ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে বিশেষ করে চ্যাটিং ও গ্রুপ চ্যাটিং এর জন্য।আপনি এই এ্যাপটি ব্যবহারের মাধ্যমল মাএ চারজন এর সাথে গ্রুপ ভিডিও কলে কথা বলতে পারবেন।আমার মতে যারা গ্রামে থাকে নেট স্পিড দুর্বল তারা এই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন।যদিও চারজন এর বেশি ভিডিও কলে কথা বলা যায় না তবে যেকোনো পড়ালেখার বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করতে ব্যবহার করা যায়।
২.গুগল ডুয়োঃ গুগল ডুয়ো নাম শুনে বুঝা যাচ্ছে যে এটি গুগলের মালিকানাধীন একটি এ্যাপ যেহেতু গুগল এর এ্যাপ তাই ভালো মানের সুবিধাই পাবেন।এটিতে রয়েছে হাই কোয়ালিটি ভিডিও কলিং ও লিমিটেশন ছাড়াই গ্রুপ কলিং আপনি চাইলে ৮-১০ জন এর সাথে ভিডিও কনফারেন্স করতে পারেন।আর এই এ্যাপ ব্যবহারে ডাটা একটু বেশি কাটবে।
৩.জুমঃ বর্তমানে সবচাইতে বহুল ব্যবহৃত একটি ক্লাউড মিটিং এ্যাপ বা ভিডিও কনফারেন্সিং এ্যাপটি হলো জুম।এটি রয়েছে হাই কোয়ালিটি ভিডিও কলিং ও বিভিন্ন ফিচার আর এই ফিচারগুলো ব্যবহার করতে আপনার প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করতে হবে।এছাড়া যদি প্রিমিয়া৷ না করেন তাহলে আপনি শুধু ৪০মিনিট একটি ভিডিও কনফারেন্স করতে পারবেন এর বেশি এক সেকেন্ড ও করতে পারবেন না অটো ভিডিও কনফারেন্স কেটে যাবে।
৪.গুগল মিটঃআমরা যারা টাকা ব্যয় ছাড়া ৪০মিনিটের চেয়ে বেশি এমনকি সারাদিন আনলিমিটেড মানুষের সাথে ভিডিও কলিং এ কথা বলতে চাই তাদের জন্য গুগল এর এই বিশেষ উপহার গুগল মিট।তবে এখানেও কিছু সমস্যা রয়েছে ২০০ জনের বেশি হলে আপনার সবার ভিডিও ক্যামেরা বন্ধ হয়ে যাবে খালি অডিও চলবে।
৫.মাইক্রোসফট টিমঃ এই মাইক্রোসফট নামটি সকলের জানা থাকলেও এই মাইক্রোসফট টিম এ্যাপটির নাম আমরা অনেকে জানি না।মাইক্রোসফট টিম এ রয়েছে স্পট লাইট ফিচার মানে কোনো ব্যক্তি যদি ভিডিও কনফারেন্স এ কথা বলে সরাসরি স্কিনে তার চেহারা দেখাবে অন্য কারো চেহারা বা স্কিন দেখাবে না এটি সহ আরো নানা ফিচার সম্পূর্ণ এ্যাপটি আপনি দেখতে পারেন।