- ২২ ডিসেম্বর, ২০১৯ থেকে অ্যাপ দিয়ে সেন্ড মানি ও ক্যাশ আউট এর ক্ষেত্রে নিম্নোক্ত নতুন সার্ভিস চার্জ চালু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
অ্যাপ দিয়ে সেন্ড মানি’র ক্ষেত্রে চার্জ (প্রতি মাসে)
প্রথম ৫ বার
ফ্রি
পরবর্তী প্রতি লেনদেন
৫ টাকা
অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ
১.৭৫%
বিস্তারিতঃ
- গ্রাহক প্রতি মাসে প্রথম ৫ বার অ্যাপ দিয়ে সেন্ড মানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। ষষ্ঠ লেনদেন থেকে প্রতি সেন্ড মানি করতে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- ২২ ডিসেম্বর, ২০১৯ থেকে বিকাশ অ্যাপ থেকে যেকোনো পরিমানের ক্যাশ আউট চার্জ ১.৭৫% প্রযোজ্য।
- 👉👉👉👉👉👉*247# ডায়াল করে সেন্ড মানি এবং ক্যাশ আউট এর ক্ষেত্রে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে।
- 👉, প্রতি লেনদেনের ও মাসিক সর্বোচ্চ লেনদেনের পরিমাণ অপরিবর্তিত থাকবে। কো👉বিকাশ
- ন
- পূ
- নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আসলো সাধারণ মানুষের পকেট থেকে টাকা লুট করতে চায়। খুব ভালো লাগতো বিকাশ এতটা বাজে হয়েছে আর ভালো লাগে না । আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ।