মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে?

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় করি। মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে?আজকাল একটি কথা প্রায় শুনা যায় তা হল চাকরির বাজারে সার্টিফিকেট এর দাম নেই। কথাটি আমরা সকলে বলে থাকি কিন্তু কখনো কি চিন্তা করেছি আসলে কথাটি কতটা যুক্তিসঙ্গত। তবে বর্তমানে চাকরির বাজারে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে চাকরি দেওয়া হয় না। আজকাল তাই চাকরির বাজারে সার্টিফিকেট এর পাশাপাশি চাকরি প্রত্যাশীর স্কিলকে গুরুত্ত দেওয়া হয় সবচেয়ে বেশি। তাই আজকের দুনিয়ার স্কিল ডেভেলপমেন্ট এর চাহিদা প্রচুর।

আপনি যখন ৪ বছর বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি কি স্কুলের অধিকারী।কিন্তু পড়াশোনার ফাঁকে আপনার কোনো স্কুল অর্জন করতে সক্ষম হন নি। তাহলে বলুনতো এইবার চাকরি পাবার কতটা যোগ্য আপনি !তাই যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি স্কিল অর্জনের প্রতি মনোনিবেশ করতে হয়। না হলে আপনাকে চাকরির বাজারে পিছিয়েও পড়তে হবে।

বর্তমানে করোনা মহামারী পরিস্থিতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনি চাইলে ঘরে বসেই বিভিন্ন অনলাইন কোর্স করে পড়াশোনার পাশাপাশি স্কিল অর্জন করতে পারেন। আজকাল বিভিন্ন প্লাটফর্ম অনালাইনে শিক্ষার্থীদের জন্য কোর্স এর আয়োজন করে থাকে। মুক্তপাঠ তাদের মধ্যে অন্যতম।

মুক্তপাঠ একটি বাংলাদেশী প্লাটফর্ম। এইখানে আপনি বিভিন্ন অনলাইন কোর্স  সম্পন্ন করতে পারবেন। কোর্সশেষে আপনি একটি সার্টিফিকেট পাবেন। এটি শুধুমাত্র একটি কাগজে লিখা সার্টিফিকেট নয়। এই সার্টিফিকেট আমাদের অনেক কাজে লাগতে পারে। তাহলে মুক্তপাঠ এর সার্টিফিকেট এর কাজ সম্পর্কে জেনে আসি:

১.মুক্তপাঠ এর কোর্স শেষে আমরা যখন সার্টিফিকেট অর্জন করে থাকি এটি আমাদের প্রাপ্তির খাতায় যুক্ত হয়।
২.কারণ আপনি যে কোর্স সম্পন্ন করার বিনিময়ে সার্টিফিকেট অর্জন করেছেন সেই কোর্স সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞান আপনাদের ভবিষ্যতে যেকোনো ক্ষেত্রে কাজে লাগবে।
৩.এখন আসি সার্টিফিকেট এর কথা। আপনি মুক্তপাঠের কোর্সশেষে যে সার্টিফিকেট অর্জন করবেন সেই সার্টিফিকেট আপনি আপনার সিভিতে যোগ করতে পারবেন। সিভিতে আপনার এক্সট্রা কারিকুলাম সেক্টরে এটি যুক্ত হবে।
৪.এছাড়া যখন কোনো ধরণের ইন্টারভিউ বোর্ড এ আপনাকে আপনার স্কিল সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আপনি এই সার্টিফিকেট এর কথা তুলে ধরতে পারবেন।
৫. এছাড়াও আপনি যখন বাইরে দেশে পড়াশোনার জন্য আবেদন পত্র পাঠাবেন তখন সেও আবেদন পত্রের সাথে আপনি আপনি এই সার্টিফিকেট পাঠাতে পারবেন। এতে আপনার একটি আলাদা ভেল্যু যুক্ত হবে।

আশা করি আপনারা এই সার্টিফিকেট এর গুরুত্বসম্পর্কে বুঝতে পেরেছেন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

14 Comments

মন্তব্য করুন