মোবাইলের ব্যাটারি দীর্ঘায়ু করার টিপস

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার উদ্দেশ্যে মোবাইল ব্যাটারির চার্জ দীর্ঘায়ু করার কিছু টিপস্ শেয়ার করবো। সবাই ইনশা-আল্লাহ মনোযোগ সহকারে পড়বেন ও অনুসরণ করবেন।

আমরা বেশির ভাগ মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন এর প্রধান সমস্যা হচ্ছে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া। এই কারনেই আমরা কমবেশি অ্যান্ড্রয়েড ফোনের সাথে অন্য নরমাল একটি ফোন ব্যবহার করি। কিন্তু কিছু টিপস আছে যা অনুসরণ করলে আপনার ফোন এর ব্যাটারি লাইফ ৩০% পর্যন্ত বাড়বে।

টিপসগুলো-

★নতুন মোবাইল কিনে অবশ্যই কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিতে হবে।
★ মাসে একবার ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ করবেন, তারপর চার্জে দিবেন।

★ চার্জে দেওয়ার সময়  অ্যারপ্লেন মোড চালু করে রাখুন। তাড়াতাড়ি চার্জ হবে।
★ আপনার যদি খুব বেশি প্রয়োজন না থাকে তাহলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ শেষ হয়ে যায় ।

★ মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখার চেষ্টা করুন। এতে আপনার ব্যাটারির লাইফ বাড়বে। অতিরিক্ত ব্রাইটনেসে আপনার চোখের সমস্যাও হতে পারে!

★সব সময় ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করবেন। এতে চার্জ যেমন দ্রুত হবে ঠিক তেমনি বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন।

★ যাদের গেমস খেলা বা মুভি দেখার সময় বাইরে থেকে কল আসার সম্ভাবনা কম থাকে তারা অ্যারপ্লেন মোড চালু করে গেম খেলতে বা মুভি দেখতে পারেন। এতে চার্জ কম ফুরায় ।

★ চার্জার থেকে মোবাইল খোলার জন্য আগে সকেট থেকে চার্জার খুলবেন তারপর মোবাইলের ক্যাবল খুলবেন।
★ নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করবেন না এতে বেশি ব্যাটারি ক্ষয় হয়। সুতরাং এটি থেকে বিরত থাকবেন।

★ চার্জের সময় মোবাইল অফ রাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলের জন্য ) ।
★ অকারণে ব্লু-টুথ, ইন্টারনেট, ওয়াইফাই অন করে রাখবেন না। এতে অটোমেটিক চার্জ শেষ হয়ে যায়।
★ যতটা সম্ভব ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখবেন। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইল ফোন রাখবেন না।

★ ব্যাটারির আয়ু ১৫-২০% থাকলে চার্জ দিবেন এর আগেও না পরেও না।
★ লাইভ ওয়েল পেপার ব্যবহার করবেন না।
★ ওয়াই-ফা,  লোকেশন, ব্লুটুথ কানেকশনের থেকে নেট কানেকশনে বেশী ব্যাটারি ব্যবহার হয়ে থাকে। তাই অপ্রয়োজনীয় ভাবে এগুলো চালু না রাখায় ভালো।

★ লম্বা সময় ধরে চার্জার লাগিয়ে রাখবেন না । আমারা অনেকেই রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল চার্জ হওয়ার পরও অনেক্ষন চার্জার কানেক্ট থাকে । যদিও বা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এতে ফোনের ক্ষতি হয় না। তার পরও যদি শট সার্কিট হয়ে যায় তাহলে চার্জার ও মোবাইল দুটোরই ক্ষতি হয়ে যাবে। একারণে চার্জ শেষ হলে মোবাইল খুলে রাখাই উত্তম।

★ দূর্বল ইন্টারনেট কানেকশন হলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়। এজন্য যে জায়গায় নেট স্লো সে জায়গায় নেট ব্যাবহার না করা।

★ অপ্রয়োজনীয় কোনো অ্যাপস্ বা সফটওয়্যার ইনস্টল করে রাখবেন না। এতে চার্জ ফুরায়।

★ মোবাইল কোনো অ্যাপস্ বা সফটওয়্যার ব্যবহার করার পর মিনিমাইজ করে রাখবেন না। ক্লিয়ার করে রাখবেন। তাহলে চার্জ কম ফুরাবে।

আশা করি এই টিপস গুলো অনুসরণ করলে আপনার মোবাইলের চার্জ ২-৩ ঘন্টা বেশি যাবে।

প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ,

আজ এখানেই সমাপ্ত করলাম। ইনশা-আল্লাহ আগামীতে আবারও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমার তথ্য/লেখা গুলোর মধ্যে কোনো ভূল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে করোনাকালীন সময়ে অপ্রয়োজনীয় কারণে বাহিরে যাবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।

Related Posts

35 Comments

মন্তব্য করুন