বর্তমান যেন আমরা অ্যান্ড্রয়েড ছাড়া চলতে পারি না কারণ অ্যান্ড্রয়েড ফোন যেন না থাকলে নিজেকে শূন্য শূন্য লাগে মনে হয় কিছু একটা আমার কাছে অনুপস্থিত।।
কারণ বর্তমানে এই আধুনিক যুগে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া যেন নিজেকে একটু একা লাগে আপনার কোন বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধু না থাকলে আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে সেটাও আপনার একজন বন্ধুর মতো সাথে লেগেই থাকবে।।।
সেটা ব্যবহার করার মাধ্যমে আপনি একটা বন্ধুত্বের মজা নিতে পারবেন তো চলুন শুরু করা যাক ফোন চার্জ নিয়ে পোষ্টের মূল বিষয়।
কিছু কিছু সময় দেখা যায় স্বাভাবিকের তুলনায় আমাদের ফোন বেশিক্ষণ চার্জে দিতে হয় আবার এমন কিছু সময় সারারাত নিজের ফোন কি চার্জে দিয়ে রাখলে ও সকাল হলে দেখা যায় ফোনে ফুল চার্জ হয়নি।।
আবার কারো ক্ষেত্রে দেখা যায় এক বা দুই ঘন্টার ভিতরে ফোনের চার্জ ফুল হয়ে যায়।।
আপনি কি জানেন কেন এমন হতে পারে তাহলে আজ জেনে নিন কেন চার্জ এর এই অবস্থা আর কিভাবে চার্জ দিলে ফোনে দ্রুত চার্জ এবং ফোনের দীর্ঘস্থায়ী হবে।
চার্জে যে কেবল ব্যবহার
ফোনে চার্জ দেওয়ার জন্য যে কেবল টা ব্যবহার করি সেই চার্জ দিয়ে যেন আর কোন ব্যক্তি কাজ না করে কারণ একাধিকবার চাজ দেয়ার কারণে ভিতরে পিনটা বেঁকে গিয়ে আপনার ফোনে চার্জ না উঠতে পারে তো তাই দ্রুত সম্ভব ক্যাবলটি পরিবর্তন করে নিন এতে আপনার ফোন চার্জে উঠবে দ্রুত।
চার্জে ব্যাটারি সমস্যা
অনেক সময় দেখা যায় চার্জার বা কেবল ঠিকঠাক রয়েছে কিন্তু ব্যাটারীতে ভালো চার্জ হচ্ছে না বা ফোনে চার্জ হচ্ছে না চাজ হলেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথবা আস্তে আস্তে ধীরগতিতে ফোনে চার্জ নিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারি সমস্যা।।
এরকম করে চার্জ কমে যাওয়া বেড়ে যাওয়া তাই যথাসম্ভব ব্যাটারি পরিবর্তন করুন তাহলে দেখবেন সমস্যার সমাধান হতে পারে এতে ফোন চার্জে উঠবে দ্রুত।
চার্জে দিয়ে ফোন চালানো
অনেক সময় ফোন চার্জে দিয়ে ফোন চালানোর কারণে ফোন ধীরে ধীরে চাজ উটে এতে ব্যাটারির সমস্যা হতে পারে তাই ফোন চার্জে দিয়ে কখনই ফেসবুক অন্যান্য সোসিয়াল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহার করবেন না কারণ এতে আপনার ডিসপ্লে টা অন থাকে তাই চার্জ কেটে নেই সেজন্য চার্জে রেখে এই ধরনের ইন্টারনেট ব্যবহার বন্ধ করুন ফোন চার্জে উঠবে দ্রুত।।
চার্জিং পার্সেন্ট সমস্যা
অনেক সময় দেখা যায় আমাদের ফোনে হুট করে বেড়ে যায় আবার কমে যায় এটা হল আপনার ফোনের চার্জারের সমস্যা তাই যত দ্রুত সম্ভব চার্জার তাড়াতাড়ি পাল্টে ফেলুন তাহলে দেখবেন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ফোন চার্জে উঠবে দ্রুত।
তাছাড়া ফোন যখন চার্জে দেয়া হয় তার আগে থেকে কিন্তু চার্জার কখনো বিদ্যুতের লাইনে দিয়ে রাখবেন না কারণ এতে আস্তে আস্তে চার্জারের টেম্পারেচার নষ্ট হয়ে যায় এবং আপনার চার্জের পরিমাণ টাও খুব আস্তে আস্তে উঠতে থাকবে সুতরাং কখনোই চার্জে লাগিয়ে চার্জ দিবেন না আর চার্জে দেওয়ার আগে থেকেই যেন বিদ্যুতের সংস্পর্শে চার্জারটি কখনোই দিয়ে রাখবেন।