আসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনারা সুস্থ থাকবেন এটাই আমাদের আশা প্রত্যাশা এবং আনন্দের বিষয়।
বন্ধুরা আমরা তো প্রায়ই রকেট একাউন্ট ব্যবহার করি এবং রকেট একাউন্টের মাধ্যমে খুব সহজে টাকা লেনদেন করি। টাকা লেনদেনের সময় কোন প্রকার সমস্যা ছাড়াই সেন্ড মানি ক্যাশ আউট এবং বিভিন্ন কিছু করা যায় রকেটের মাধ্যমে।
সবার আগে আমাদের জানতে হবে রকেট কি?
রকেট হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং।
ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকের নাম হল রকেট। যার মাধ্যমে সহজেই গ্রাহকের টাকা লেনদেন করা যায় ।
বন্ধুরা আমরা আজকে আপনাদের জানাবো এখান দিয়ে যদি আপনি ক্যাশ আউট করেন বা টাকা তোলেন তাহলে আপনার প্রতি হাজারে কত টাকা খরচ হবে। বিস্তারিত জানতে এই পোস্টটি ভাল করে পড়ুন , এবং পড়ার পর আপনার একটি মন্তব্য করুন যাতে আমরা আপনাদের জন্য নতুন নতুন পোস্ট লিখতে পারি। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আর কথা না বলে দেখিয়ে দিই কিভাবে রকেট একাউন্টে ক্যাশ আউট করবেন। এবং ক্যাশ আউট করার সময় আপনার কত টাকা খরচ হতে পারে।
আগে আমরা দেখে আসবো রকেন্ট আমাদের জন্য কি কি সেবা দিয়ে থাকে।
রকেট আমাদের বিভিন্ন সেবা দিয়ে থাকে যেমনঃ
- রকেটের মাধ্যমে মোবাইল রিচাজ করা যায়,
- সহজে টাকা উত্তলোন করা যায়।
- টাকা পাঠানো যায় কো ধরনের ফি ছাড়া।
- যে কোন বিল পে করা যায়।
- কোন জায়গায় ভর্তি এবং টিউশনের পেমেন্ট করা যায়।
- রেমিটেন্স সুবিধা পাওয়া যায়।
আপ্নারা তো রকেটের সেবা গুলো দেখলেন, এবার দেখে আসুন রকেটে ক্যাশ আউট করার সময় আপনাদের কত টাকা খরচ হবে হাজারে।
রকেটে টাকা তোলার সময় ১০০০ টাকায় আপনাকে মাত্র ৯ টাকা খরচ করতে হবে।
আর যদি বিকাশ এপ্লিকেশন দিয়ে করেন তাহলে ফ্রি ফ্রি করতে পারবেন।
আপনি রকেট থেকে কিভাবে টাকা তুলবেন।
আপনি দুই ভাবে রকেট থেকে টাকা তুলতে পারবেন।
- এ টি এম বুথের মাধ্যমে।
- এজেন্টের মাধ্যমে।
টাকা তোলার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে *৩২২# ডায়াল করতে হবে । করারা পর ক্যাশ আউট অপ্সহান দেখতে পারবেন ।
আপনি তার উপর ক্লিক করুন। এবার এজেন্টে ক্লিক করুন। এবার এজেন্টের নাম্বার দিন। আপনার টাকার পরিমান দিন। আপনি এখানে মাত্র ৯ টাকার বিনিময়ে ১০০০ টাকা তুলতে পারবেন।
আপ্নারা এভাবে আপনাদের রকেট একাউন্ট থেকে খুব সঅহজে টাকা তুলতে পারবেন।
আজকের পোষ্ট টি এ পর্যন্ত ।আশা করি আপনাদের এই পোষ্ট টি পড়ে নতুন কিছু জানতে পারলেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে ।