হ্যলো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়।
বন্ধুরা আমরা সকলেই জানি যেকোনো প্রতিষ্ঠানে তার নিজস্ব লোগো থাকে। সেটা ছোট প্রতিস্টান হোক বা বড় প্রতিষ্ঠান একটি করে নির্দিষ্ট লোগো থাকে। লোগোটি দ্বারা সে প্রতিষ্ঠানের কপিরাইট বা সৌন্দর্যকে বোঝায়। আমরা অনেকে যারা ছবি এডিটিং করি বা অনেকের অনেক ওয়েবসাইট বা একটি ব্লগ সাইট থাকতে পারে আমরা কিন্তু সেখানেও একটি করে লোগো ব্যবহার করি।
তার মানে বুঝতেই পারছেন লোগোটি কত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের কোম্পানির মালিকরা তাদের লোগো তৈরির জন্য বিভিন্ন রকম ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় যেমন ফাইবার, ডিজাইনহিল, ফ্রিল্যান্সার এবং এই লোগো যারা তৈরি করে দেয় তাদের তারা অনেক ভালো পরিমাণ টাকা দেয় যেমন একটি লোগো তৈরি করে আপনি ৮ থেকে ১০ হাজার বা ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
কিন্তু এইটা কাটি পেতে হলে আপনাকে সর্ব প্রথম ভালো মানের লোগো বানাতে জানতে হবে। অবশ্যই তার জন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। গ্রাফিক্স ডিজাইন না পারলে আপনি লোগো তৈরি করতে পারবেন না একটি ভাল মানের লোগো তৈরি করতে গেলে অবশ্যই একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনে আপনাকে হতে হবে।
অনেক মানুষ আছে যারা লোগো ডিজাইন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অবশ্যই তারা গ্রাফিক্স ডিজাইন এ অনেক পারদর্শী তাই তারা এভাবে ইনকাম করতে পারে। তাহলে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা আজকের বিষয়টি হলো লোগো ডিজাইন কিভাবে আপনি একটি লোগো ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে সে খুব সহজে পছন্দ করবে এবং আপনাকে আপনার পারিশ্রমিক দিবে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা।
কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করবেন?
বন্ধুরা আমি আগেই বলেছি যে একটি সুন্দর লোগো ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে হবে কারণ আপনি যদি ভাল গ্রাফিক ডিজাইন না করতে পারেন তাহলে আপনি সুন্দর লোগো তৈরি করতে পারবেন না।
তারপরে আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পরও আপনি দেখা যাচ্ছে ভালো লোগো ডিজাইন করতে পারছেন না কারণ আপনার মনে বা মাথায় আসছে না যে আপনি কিভাবে কি লোগো ডিজাইন করবেন যেটা আপনার ক্লাইন পছন্দ করতে পারে। বন্ধুরা বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্ট তার যে লোগো পছন্দ, যে ধরনের কালার পছন্দ, কি ধরনের লেখার ফন্ট পছন্দ সেগুলো সব বলে দেয় এবং আমাদের সে অনুযায়ী একটি লোগো তৈরি করতে হয়।
তো বন্ধুরা এখানে কিন্তু অর্ধেকটা কাজ আমাদের ক্লায়েন্ট আমাদের করে দেয় তবুও আমরা অনেকে হতাশায় পরিচয়ে আমরা কিভাবে একটি লোগো ডিজাইন করতে পারি। বন্ধুরা আমি আপনাদের একটি সহজ উপায় বলে দিচ্ছি প্রথমে আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে যে ধরনের কালার লোগো এবং লেখার ফন্ট বলে দিয়েছে আপনি সেগুলো নিয়ে ইন্টারনেটে সার্চ করুন।
দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ আপনার সামনে চলে আসবে। আপনি সেই লোক গুলো মন দিয়ে দেখবেন এবং নিজের মনের মধ্যে একটা ধারণা আপনি একা একাই তৈরি করবেন যে এখন আমি কি করতে পারি বা কি লোগো বানাতে পারি।
আপনি এখান থেকে আপনার সবথেকে পছন্দের একটি লোগো নিয়ে মনের মধ্যে একটি ছবি আঁকবেন এবং সেই ছবির সাথে তুলনা করে আপনার যে ক্লায়েন্ট আপনাকে যে লোগো বানাতে বলেছে যে ধরনের কালার ফন্ট দিয়ে তার সাথে আপনি তুলনা করবেন তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে একটি ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি কি ধরনের লোগো বানাতে চাচ্ছেন।
হ্যাঁ বন্ধুরা আমি এটি বলছি সম্পূর্ণ ব্যক্তিগত হবে কারন আমি একজন ফ্রিল্যান্সার আমি লোগো ডিজাইন টি-শার্ট ডিজাইন এসব কাজ করে থাকে আমি ঠিক এইভাবে কাজ করে মাসে ইনকাম করি। তাই যেহেতু এটা আমার ক্ষেত্রে কাজ করে সেহেতু এটা সবার ক্ষেত্রে কাজ করবে কারণ আমি ও মানুষ আপনারা ও মানুষ।
বন্ধুরা এখন আপনারা বলতে পারেন যে এভাবে করলে কি আমরা কাজটি সম্পন্ন করতে পারব। বন্ধুরা আমি আপনাদের ৯০% সিউরিটি দিচ্ছি আপনারা যদি আমার বলা এভাবে কাজ করেন তাহলে আপনারা বেশিভাগ সময় সফল হবেন এবং আপনার ডিজাইন টা অবশ্যই সুন্দর হতে হবে তাহলে দেখবেন আপনি যে ডিজাইনটা করবেন সেটি আপনার ক্লাইন খুব সহজেই পছন্দ করবে।
এবং একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো আপনারা কখনোই ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটি আপনার ক্লায়েন্টকে দিবেন না এতে আপনার ক্লাইন অসন্তুষ্ট হয়ে আপনার যে আউটসোর্সিং আইডি থাকবে সেখানে রিপোর্ট করতে পারে যার কারণে আপনাকে সেখান থেকে ব্যান্ড করে দিতে পারে। তো এটি ছিল আজকের বিষয় আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন।
লোগো ডিজাইন করে আয় করার জন্য জন্য সবথেকে ভালো সাইট
বন্ধুরা লোগো ডিজাইন করে আয় করার জন্য সবথেকে ভাল সাইট হল ফাইবার, ডিজাইনহিল, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই কয়েকটি সাইট কাজ করলে আপনি বেশ ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন