আসসালামুআলাইকুম কেমন আছেন সকলে? আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন। আমরা সকলেই কোননা কোনো সিম ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের প্রায় সময় বিভিন্ন মিনিট প্যাক, ডাটা প্যাক, অফার গুলো নিয়ে অসুবিধাই পড়তে হয়। যেকোনো সিমের (রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক) লেনদেনের জন্য আমাদের পেয়ে হেঁটে বহু দুর যাওয়ার প্রয়োজন। একইভাবে আমরা অনেকে এখনও অনেকে জানিনা একেবারে সহজে কিভাবে এসব অফারের ব্যালান্স চেক করতে হয়।
একসময় সফল টিপস এর মাধ্যমে আজকের আর্টিকেল এ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা সহজে নিজেদের সিমের যেকোনো অফার বাড়িতে থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও অফার চেক করার ট্রিকস ও থাকছে। শুরুতে বলি, নতুন নতুন সিমের অফার গুলো আপনারা সহজে কিভাবে নিতে পারেন মূলত এই বিষয়ে থাকছে আর্টিকেলটা। হয়তোবা অনেকে আগে থেকে জানেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে একজন নতুন ইন্টারনেট ব্যবহারকারী জানেন না ,কিভাবে নতুন অফার নিতে হয়। আর এইজন্যই আমার এই লেখা। অনেক কথা হয়ে গেলো ,এখন মূল বিষয় আসি।
সকল সিমের এই মাসের ইন্টারনেট ও বান্ডেল অফার , কিভাবে নিতে সবার আগে নিবেন?
আমরা মূলত ৫ টি সিমের বিষয়ে আজকে কথা বলবো, কেননা এই ৫ টি সিমের ব্যাবহারকারী আমাদের দেশে বেশি। এই মাসের সকল আপডেট অফার পাওয়ার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র সকল সিমের ( আপনি যে সিম ব্যবহার করেন) অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে, অ্যাকাউন্ট না থাকলে নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন। এতে আপনার কাজ শেষ, সিমের অফিসিয়াল অ্যাপ তে প্রবেশ করলে আপনি সকল মিনিট অফার, ইন্টারনেট অফার, টকটাইম, মেসেজ অফার পাওয়ার পাশাপাশি আপনার অফারের ব্যালান্সটিও দেখতে পারবেন সহজে।
রবি সিমের সকল অফার পাবেন যেভাবেঃ
রবি সিমের সকল ধরনের অফার পেতে আপনাদের My Robi Apps টি ডাউনলোড করতে হবে। Play Store এ গিয়ে My Robi লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের অ্যাপটি। এখানে নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর সব ধরনের অফার আপনি সহজেই কিনে নিতে পারবেন, যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স থাকে।
এয়ারটেল সিমের সকল অফার পাবেন যেভাবেঃ
এয়ারটেল সিম এর সব ধরনের অফার লুফে নিয়ে প্লে স্টোরে গিয়ে তাদের My Airtel App ডাউনলোড করে নিন। এখানে আপনারা সব ধরনের আপডেট অফার পাবেন।
গ্রামীণ সিমের সকল অফার পাবেন যেভাবেঃ
গ্রামীণ সিমের সকল ধরনের আপডেট অফার সবার আগে পেতে My GP App ডাউনলোড করে নিন প্লে স্টোরের থেকে। ডাউনলোড কর অ্যাকাউন্ট করে নিলে ড্যাশবোর্ডে বিভিন্ন অফারের অপসন পাবেন।
বাংলালিংক সিমের সকল অফার পাবেন যেভাবেঃ
বাংলালিংকের সকল ধরনের অফারগুলো পেতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন My BL (Banglalink) App টি। অ্যাপটি থেকে আপনারা যাবতীয় সকল ধরনের অফার কিনে নিতে পারবেন।
টেলিটক সিমের সকল অফার পাবেন যেভাবেঃ
টেলিটক সিমের সকল ধরনের আপডেট অফারগুলো সবার আগে পেতে ডাউনলোড করে নিন My Teletalk App, মাত্র কয়েক এমবির একটি অ্যাপ। সহজেই অ্যাপ থেকে সব ধরনের অফার লুফে নিতে পারবেন।
কিভাবে অফার ব্যালান্স চেক করবেন?
অফার চেক করতে কোনো কোড এর প্রয়োজন নেই। আপনারা যে সিমের অ্যাপ ডাউনলোড করেছেন সে অ্যাপ প্রবেশ করলেই প্রধান ইন্টারফেস তে আপনার সকল অফারের ব্যালান্স আপনার সামনে দেখানো হবে।
এই ছিল আপনাদের জন্য ছোটখাটো একটি টিপস। নতুনরা অনেক সময় এই বিষয়টি না জানার ফলে তাদের যেকোনো অফার এর জন্য অন্য কাওকে জিজ্ঞেস করতে হয়, আর তাই মূলত এই আর্টিকেলটা। আর্টিকেলটা মূলত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।