হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।আমি আপনাদের সামনে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি যেটির মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ফোনের ডাটা অফ করে নেট ইউজ করতে পারবেন। আপনার সিম বন্ধ করে আপনি নেট ইউজ করতে পারবেন। সেটার জন্য আপনাকে প্রথমত ডায়াল প্যাডে গিয়ে স্টার *#*#3646#*#*এই কোডটি ডায়াল করার সাথে সাথে একটি ইন্টারফেস ও করবে।এবং আপনি তিনটি অপশন দেখতে পারবেন সেখানে তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটি কি আপনাকে ক্লিক করতে হবে personal information.তবে খুব সতর্কতার সাথে মনে রাখা দরকার যে এই অপশনটা ছাড়া অন্য কোন অপশনে ক্লিক করবেন না এখানে খুব দরকারী ইনফরমেশন গুলো জমা আছে আপনি যে কোন একটি ইনফর্মেশন ভুল করলে আপনার ফোনটি বাত হয়ে যাওয়ার মতো ক্ষমতা এখানে বিদ্যমান থাকে। তাই শুধুমাত্র ফোন ইনফর্মেশন এ ক্লিক করে। নিচের দিকে চলে আসবেন চলে আসার পর একটি অপশন দেখতে পারবেন radio নামে একটি অপশন দেখতে পারবেন ওটা শুধুমাত্র আপনি ইমেল করে দিয়ে বের হয়ে যাবেন এর পরে আপনি আপনার সিমটি অফ করে ডাটা টা অন করে আপনার ফোনটি কোন ওয়েবসাইট ভাই ইউটিউব এর মধ্যে ঢুকে দেখবেন আপনি সিম অফ কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারতেছেন।
(!!!) তবে এর জন্য আপনাকে যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ করে করতে হবে তা হল!!
**প্রথমে আপনার ডাটা অন করতে হবে!
**দ্বিতীয় নাম্বারে আপনার সিম ফ্লাইট মোড করতে হবে!
**তৃতীয় নম্বরে ডায়াল প্যাডে যেতে হবে এবং উপরে উল্লেখিত করতে হবে!
**চতুর্থ নাম্বারে তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটি মানে পার্সোনাল ইনফরমেশন এপ্রেস করতে হবে!
**পঞ্চম নম্বরে যে এই অপশনটি আসবে স্কুল ডাউন করে নিচে চলে যাওয়ার পর রেডিও অপশন দেখতে পারবেন সেটি বন্ধ করে দিবেন!
**ষষ্ঠ নম্বরে সবগুলো অপশন কেটে দিয়ে ব্যাক হয়ে বের হয়ে চলে আসবেন!
**সপ্তম নাম্বারে আপনি যেকোন ব্রাউজার বা ইউটিউবে ঢুকে একটি ভিডিও প্লে করবেন
এবং তারপর দেখতে পারবে যে আপনি ভিডিওটি দেখতে পারতেছেন কিন্তু আপনার সিম বন্ধ থাকা সত্ত্বেও।