প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদেরকে এমন একটি স্মার্টফোন সম্পর্কে জানাবো যেটির দাম স্বল্প কিন্তূ দামের তুলনায় এর ফিচার সমূহ অত্যাধিক..! এরকম ফিচার সমৃদ্ধ ফোন এত অল্প মূল্যে আর পাওয়া দূরহ। স্মার্ট ফোনটি বাংলাদেশের অতি পরিচিত সিম্ফনি ব্র্যান্ডের। এর মডেল R 20. নিচে ফোনটির সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো:
👉 ডিসপ্লে: ৫” আইপিএস (মাল্টি টাচ যুক্ত এইচডি) স্ক্রিন।
👉 ওজন ১৭৪ গ্রাম (ব্যাটারি সহ)
👉 মেমোরি :- রেম – ১ জিবি; রম – ৮ জিবি (যা ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে)
👉 ক্যামেরা :- ব্যাক- ৮ এমপি ফ্ল্যাশ , ৪x পর্যন্ত জুম করা যাবে ; সেলফি/ফর্ন্ট – ৫ এমপি (Face beauty, Panorama, Smile shot, HDR)
👉 ব্যাটারি ৪৯০০ এম এ এইচ (লিথিয়াম পলিমার)
👉 ওয়াইফাই : হ্যাঁ
👉 ইউএসবি : মাইক্রো ইউএসবি ২.০ (ইউএসবি মডেম, ওটিজি, অটিএ)
👉 ব্লুটুথ : হ্যাঁ
👉 সেন্সর :- accelerometer, 4x cortex-A7 1.3 GHz CPU, Mali 300 MP2 GPU.
👉 সিম ডুয়াল সিম (মাইক্রো) স্ট্যান্ডবাই
👉 নেটওয়ার্ক টাইপ: GSM/HSPA
👉 বডি ডাইমেনশন: ১৪৩x৭৩x৯.৯ মিমি।
👉 ভার্সন: ৬.০ (Marshallow)
👉 ভিডিও: ১০৮০ পিক্সেল
👉 অডিও: ভাইব্রেশন, MP3, WAV Ringtone.
👉 স্ট্যান্ড বাই: ৫৪০ ঘণ্টা
👉 টক টাইম: ৪৫ ঘণ্টা
তো ভিউয়ার্স এই ছিল ফোনটির স্পেসিফিকেশন। আপনি যদি ফোনের চার্জ দেয়া নিয়ে বিব্রতবোধ করেন তাহলে এই ফোনটি আপনার জন্যে বেস্ট হবে। তাছাড়া ওটিজি সাপোর্টেড এই ফোনটি আপনি অন্যরকম ভাবে নতুন অভিজ্ঞতায় ব্যাবহার করতে পারবেন। ফোনটির বাজার মূল্য মাত্র ৬৭০০ টাকা। শাশ্রয়ী মূল্যের চমৎকার এই ফোনটি আমার কাছে ভালই লেগেছে। তো বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই ফোনটি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ….