গ্রামীণফোন ইন্টারনেট অফার ২০১৯। বেশি টাকায় বেশি মেয়াদের MB অফার।

নতুন মাসিক ডাটা প্যাক

ডাটা প্যাক                       মূল্য

১ জিবি                            ১৮৯ টাকা

৩ জিবি                             ২৭৯ টাকা

৫ জিবি                             ৩৯৯ টাকা

১০ জিবি                           ৬৪৯ টাকা

২০ জিবি                          ৯৯৮ টাকা

 

শর্তাবলীঃ

* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফারটি চলতে থাকবে।

*  অফারটি সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য।

* অটো-রিনিউয়াল প্রযোজ্য।

* প্রতিবার ইন্টারনেট প্যাক শেষ ( মেয়াদ/ভলিউম) হবার পর সংবোচ্চ pay go প্যাক রেট ৫.৬ টাকা / প্রতিমাসে VAT,SD,SC অন্তর্ভূক্ত।

* অব্যবহৃত ডাটা পরবর্তীতে ক্রয়কৃত ডাটা প্যাকের সাথে যুক্ত হবে যদি অব্যবহৃত ডাটা প্যাকের মেয়াদ থাকাকালীন সময়ে পুনারায় একই ডাটা প্যাক ক্রয় করে।

* মেয়াদ ২৮ দিন (এ্যাক্টিভেশনের দিন থেকে)।

* ইন্টারনেট ব্যলেন্স জানতে ডায়াল করুন              *১২১*১*৪#

*ইন্টারনেট অফারটি বাতিল করতে  ডায়াল করুন *১২১*৩০৪১#

* অফারটি Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য না

*  ইন্টারনেট প্যাকের সকল শর্তাবলী এখানে  প্রযোজ্য থাকবে।

* মাসিক বান্ডেল গ্রাহক (মাই প্ল্যান, প্রিপেইড থেকে  পোস্টপেইডে মাইগ্রেশন,  এমএনপি  ইত্যাদি) উল্লেখিত ডাটা ভলিউমের উপর ২০%  ডাটা উপভোগ করবেন।

 

২ জিবি ইন্টারনেট ৪১ টাকায়

৪১ টাকায় ২ জিবি  নিতে চাইলে সরাসরি  রিচার্জ করেও নিতে পারবেন কিংবা  কোড  ডায়াল করেও নিতে পারবেন।

কোড ডায়ালঃ *১২১*৩২৪২#

মেয়াদঃ এ্যাক্টিভেশন + ১ দিন।

শর্তাবলীঃ

* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।

* অফারটি সকর গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য ।

* ইন্টানেট প্যাকের সকল শর্তাবলী প্রযোজ্য হবে।

* ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#

* অব্যহৃত ডাটাপ্যাক মেয়াদ শেষ হবার আগেই ক্রয়কৃত ডাটাপ্যাকের সাথে যুক্ত হবে।

* অটো – রিনিউয়াল প্রযোজ্য না।

* Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য না।

 

Related Posts