শিক্ষা
ছাত্রজীবনে ইনকাম শুরু করার ৭টি মাধ্যম


ছাত্রজীবন থেকে অর্থ উপার্জন করা খুবই দরকারী এবং বাস্তব জীবনে অনেক কাজে লাগে। আপনি যদি আর্থিক সংকটে না থাকেন তাহলেও ছাত্রজীবন থেকেই অর্থ উপার্জন করা উচিৎ। কারণ এর ফলে আপনার মধ্যে বেশ কিছু গুন অর্জিত হবে যা পরবর্তীতে চাকরী জীবনে আপনার কাজে লাগবে।
আর তা ছাড়াও বর্তমানে চাকরির বাজারে হাহাকার চলছে, তাই ছাত্রজীবন থেকেই যদি একটু একটূ করে টাকা সঞ্চয় করতে থাকি তাহলে পড়ালেখা শেষে চাকরি না পেলেও অন্ততঃ অন্য কিছু করতে পারবো। তাই আজ আপনাদের টাকা ইনকামের বেশ কিছু মাধ্যম বলতে যাচ্ছি,যেগুলোর মধ্যে আপনি ভাল পারেন সেটার উপর ফোকাস করে এখন থেকেই অর্থ উপার্জন শুরু করে দিন।
১. টিউশনি: দেশের বেশিরভাগ ছাত্রেরই উপার্জনের প্রধান মাধ্যম হতে পারে টিউশনি। একজন অভিজ্ঞ টিচার খুব সহজেই টিউশনি পেতে পারেন, কিন্তু যারা অনভিজ্ঞ ও নতুন, তাদের টিউশনি পাওয়া টা একটু কঠিন। তাই যারা নতুন তাদের উচিৎ প্রথমে নিচের ক্লাসের স্টুডেন্ট দের পড়ানো শুরু করে আস্তে আস্তে উপরের ক্লাসের স্টুডেন্ট পড়ানো।
ভার্সিটি পড়ুয়া একজন ছাত্র একটা টিউশনি করিয়ে কমপক্ষে তিন হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে। অনেক ক্ষেত্রে ৫ থেকে ১০ হাজার টাকাও পাওয়া যায়। আর যদি ৩-৪ টা টিউশনি করানো যায় তাহলে মাসে কমপক্ষে ১৫ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব, যা দিয়ে নিজে চলার পাশাপাশি বেশ কিছু টাকা সঞ্চয় ও করতে পারবেন।
২. ফ্রিল্যান্সিং: বর্তমানের ছাত্ররা সবচেয়ে বেশী আগ্রহী ফ্রিল্যান্সিং করে উপার্জনে। ফ্রিল্যান্সিং হল অনলাইনে কাজের মাধ্যম, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানীর লোকেরা তাদের কিছু নির্দিষ্ট কাজ অনলাইনের মাধ্যমে লোক ভাড়া করে করিয়ে থাকে।
এখন বিজ্ঞান-প্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং এর চাহিদা অনেক বেশী। স্টুডেন্টরা চাইলে যে কোনো সময় যে কোনো স্থানে বসে ফ্রিল্যান্সিং করতে পারবে, শুধু দরকার ওই কাজে তাদের পারদর্শীতা এবং তার সাথে একটি কম্পিউটার বা ল্যাপটপ। তবে এখন অনেক কাজ স্মার্টফোনেও করা যায়।
সবচেয়ে বেশী পরিচিত কয়েকটি ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে- fiverr, upwork, freelancer dot com, 99 design, truelancer ইত্যাদি। এসব সাইটে আপনি পছন্দ মত ক্যাটাগরি যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, টাইপিং, ডাটা এন্ট্রি, ট্র্যান্সলেটিং সহ আরো অনেক ধরনের ক্যাটাগরিতে কাজ করতে পারবেন।
৩. ফটোগ্রাফি: আমরা অনেকেই শখের বশে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু এই ফটোগ্রাফির মাধ্যমেই যদি আমরা অর্থ উপার্জন করতে পারি তাহলে কেমন হয়? হ্যা এটা সত্যি সম্ভব। বর্তমানে ফটোগ্রাফি হচ্ছে অন্যতম জনপ্রিয় ইনকামের মাধ্যম। যদিও আমাদের দেশে অনেকেই এ ব্যাপারে জানেন না।
যাদের একটি মোটামুটি মানের ক্যামেরা আছে বা যারা শখের বশে প্রকৃতির বিভিন্ন ছবি তুলে থাকেন, তারা চাইলেই বিভিন্ন ওয়েবসাইটে যেমন- shutterstock, alamy, 500px, smugmug pro ইত্যাদিতে আপনাদের ফটো গুলো বিক্রি করতে পারবেন। তা ছাড়া এখন স্মার্টফোনের ক্যামেরাগুলো ও অনেক ভাল মানের হয়ে থাকে। তবে শুধু ভাল ক্যামেরা থাকলেই হবে না, ফটোগ্রাফি সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। একটি ভাল মানের ছবি আপনি অনেক ভাল প্রাইজে বিক্রি করতে পারবেন।
৪. আর্টিকেল লিখা: হ্যা আর্টিকেল লিখেও ইনকাম করা যায়। আপনার যদি আর্টিকেল লিখার মত ধৈর্য্য এবং চিন্তাশক্তি থাকে তাহলে অবসর সময়ে। আর্টিকেল লিখে প্রচুর টাকা আয় করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনার নিজের লিখতে হবে, অন্যের লিখা কপি করা আইনত দন্ডনীয়। বাংলাদেশে আর্টিকেল লিখে ইনকাম করার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে grathor অন্যতম। আপনি এখন গ্রাথোর সাইটেই এই আর্টিকেলটি পড়ছেন। এখানে আপনি আর্টিকেল লিখে উপার্জন করতে চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। রেজিষ্ট্রেশন করার লিংক পেতে এখানে ক্লিক করুন।
৫. অ্যাডসেন্স: এটি হল গুগলের একটি এডভারটাইজমেন্ট আর্নিং সিস্টেম। অ্যাডসেন্স এ একাউন্ট খুলে আপনি আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ এ বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। চাইলে আপনি ইউটিউব চ্যানেল খুলেও এখান থেকে ইনকাম করতে পারবেন। বর্তমান প্রজন্মের তরুনদের কাছে এটি একটি জনপ্রিয় আর্নিং মাধ্যম।
৬. ডিজাইনিং ও ক্র্যাফটিং: বিভিন্ন ডিজাইনিং ও ক্র্যাফট বা হস্তশিল্পের মাধ্যমে ইনকাম করা যায়। আপনার মধ্যে যদি সৃজনশীলতা থাকে তাহলে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে,প্রেজেন্টেশনের স্লাইড বা এসাইনমেন্ট ডিজাইন করে, ঘর সাজিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে সবকিছু সাজিয়ে অর্থ উপার্জন করতে পারেন। আবার আপনি চাইলে নিজে নিজে বিভিন্ন হস্তশিল্প বা কারুকার্য করে সেগুলো অন্যদের কাছে বিক্রি করতে পারবেন। এ কাজে বিশেষ করে মেয়েরা পারদর্শী, তবে এখন ছেলেরাও এসব কাজে সমানভাবে এগিয়ে চলছে।
৭. ব্লগিং: দেশে বেশ কিছু ব্লগার রয়েছে যারা ব্লগিং করেই ইনকাম করছেন। আপনিও চাইলে ব্লগিনগ করতে পারেন, এজন্য আপনাকে একটি নিজস্ব ওয়েবসাইট খুলতে হবে। তারপর কিছু আর্টিকেল, নিউজ বা যে কোনো বিষয়ে লিখালিখি করতে হবে। এতে আপনার ব্লগিং সাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের রিচ বাড়িয়ে সেটাঅ বিক্রি করতে পারবেন। যেই ওয়েবসাইটের রিচ অনেক বেশী, সেটা তত ভাল দামে বিক্রি করা সম্ভব।
আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং ছোটখাটো কাজ করে ইনকাম করতে চান, তাহলে উপরের ৭ টি মাধ্যম থেকে যে কোনো একটি মাধ্যমের উপর ফোকাস্করে ইনকামের চেষ্টা করতে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার এই চেষ্টা একসময় আপনারই কাজে লাগবে। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। সবাই ভাল থাকবেন।
শিক্ষা
দুটি বাংলা ফন্টের নাম


প্রিয় বন্ধুরা,আজকে আমি আপনাদের মাঝে ২০টি বাংলা ফন্টের নাম শেয়ার করলাম । যাতে পরীক্ষাতে ফন্ট সম্পর্কিত যেকোনো প্রশ্নের সমাধান আপনারা সহজে করতে পারেন। আশা করি এই পোষ্ট আপনাদের অনেকটা উপকারে আসবে।
নিচে ২০টি বাংলা ফ্ন্টের নাম দেয়া হল।
- ArkhialKhan Mj
- BrahmaputraMj
- BurigansushreeMj
- ChandrabatiMatraMj
- DhakarChithiMj
- DholeshworiMj
- GangaMJ
- IrobotiMj
- JajadiMj
- KhooaiMj
- MatamuhuriMj
- ParashsushreeMj
- MuhuriMj
- PinkiyaMj
- RabeyaMj
- RinkiyMj
- ShonarBangla
- ShonkhoMj
- UrmeeMj
- SutonnyMj
শিক্ষা
আধুনিক কোষ বিদ্যার জনক কে ?


জেনে নিন কোষ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর – এই পোস্টটি পড়লে যে প্রশ্নগুলোর উত্তর পাবেন: কোষ কাকে বলে? নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ? কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ? ক্রোমোসোমের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ? আধুনিক কোষ বিদ্যার জনক কে ?
কোষ কাকে বলে?


নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ?
নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার যথা:
১) আদি কোষ (Prokaryotic cell)
২) প্রকৃত কোষ (Eukaryotic Cell)
কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ?
কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার যথা:
১. দেহ কোষ (Somatic Cell)
২.জনন কোষ (Reproductive Cell)
ক্রোমোসোমের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি ?
ক্রোমোসোমের ভিত্তিতে কোষ দুই প্রকার যথা:
১. হ্যাপ্লয়েড কোষ (Haploid Cell)
২. ডিপ্লয়েড কোষ (Diploid Cell)
আধুনিক কোষ বিদ্যার জনক কে ?
আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক।
অনলাইনে লেখালেখি করে যারা ইনকাম করতে চাই।
শিক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 2021 শিক্ষাবর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। এগুলো আপনারা পড়ে ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রশ্নগুলো সম্পূর্ণ বই থেকে বানানো। এই প্রশ্ন গুলো অবশ্যই কাজে লাগবে বলে আমি মনে করি।
★ই-কমার্স এর অপর নাম কি?
-ইমেইল বাণিজ্য
★ই কমার্স ব্যবসা করতে অবশ্যই প্রয়োজনীয় মাধ্যম কোনটি?
ইন্টারনেট
★এম পি এর পূর্ণরূপ কি?
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
★এ টিএম এর পূর্ণরূপ কি?
অটোমেটেড টেলার মেশিন
★বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
★টুইটারের ওয়েব এড্রেস কোনটি?
www.twitter.com
★অ্যাপল কম্পিউটার এর প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস রোনাল্ড ওয়েন।
★সিডি এর পূর্ণরূপ কি
কমপ্যাক্ট ডিস্ক
★একটি এন্টিভাইরাসের নাম লিখ।
এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার
★কি বোর্ডের মোট ফাংশন কী এর সংখ্যা কয়টি?
বারোটি
★ইন্টার কি ধরনের বাটন?
সম্মতি সূচক
★লেখা মুসার জন্য ব্যবহার হয় কিবোর্ডের
কোন বোতামটি
ব্যাকস্পেস
★টাইপ রাইটারে কালির বদলে কি ব্যবহার করা হয়?
রিবন
★লেখালেখির জন্য ব্যবহৃত অফিস প্রোগ্রাম কোনটি?
ওয়ার্ড প্রসেসিং
★সফটওয়্যার ওয়ার্কশীটে একটি সেলে ওয়ার্কশীট এর সর্বোচ্চ কতটি অক্ষর টাইপ করা যায
255
★টাইপরাইটার কি কাজে ব্যবহার করা হয়?
লেখালেখির কাজে
★কোন লেখাকে সর্ব বামে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?
লেফট
★ফন্ট বলা হয় কোনটিকে
লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষর কে।
★ওপেন অপশনের কাজ কোনটি
পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলা
★চার্ট আইকনটি কোথায় থাকে
ইলাস্ট্রেশন গ্রুপে
★কোনটির মাধ্যমে ডিজিটাল সংকেত প্রকাশ করা হয়?
ডিজিট
★টুইটার এবং ফেসবুকের মধ্যে মিল কোথায়
এরা উভয়ই সামাজিক যোগাযোগের মাধ্যম
★ফেসবুকের স্বত্বাধিকারী কে?
-মার্ক জুকারবার্গ।
★বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানী কে স্বীকৃতি প্রদান করা হয়?
-গুগলিয়েলমো মার্কনি
★স্টিভ জবস এর জন্ম সাল কোনটি?
-1955
★বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে?
2021
★ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য কে কি বলা হয়?
ই বাণিজ্য
★ই-সার্ভিস হলো-
ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান
★ই লার্নিং এর পূর্ণরূপ কি?
ই লার্নিং এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক লার্নিং ই
-কমার্স এর পূর্ণরূপ কি?
ই-কমার্স এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক কমার্স
টুইটা রের বার্তা কে কি বলা হয়?
টুইট
★ডিজিট শব্দের অর্থ কি?
সংখ্যা
★আইসিটি এর পূর্ণরূপ কি?
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি
মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কোনটি
টুইটার
প্রথম ইমেইল সিস্টেমচালু করেন কে?
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
বিল গেটস এর জন্ম সাল কোনটি
1955 উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?
মাইক্রোসফট অ্যাপল
কম্পিউটার কোম্পানি কে চালু করে
স্টিভ জবস
2014 সালের হিসাব অনুসারে বিশ্বের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
119 কোটি
আধুনিক কম্পিউটারের জনক কে
চার্লস ব্যাবেজ
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি
মেইনফ্রেম






Faisal Ahmmed
February 24, 2021 at 5:06 pm
সুন্দর
Mumthahina Samiya
February 28, 2021 at 3:13 pm
❤
Sabita Islam
March 1, 2021 at 9:00 pm
Good