হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের দয়ায় ভালো আছি।
আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি, অনেক সময় আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের ছবি থাকে যা আমাদের বিভিন্ন সময় অনেক কাজে লাগে, যেমন ছোট আকারের আমাদের ছবি প্রয়োজন পড়ে কোনো কোনো সাইটে লাগে, বা কোনো প্রোফাইলের কিন্তু ছবির প্রস্থ ও উচ্চতা বড় হাওয়ার কারণে দিতে পারছিনা, সেজন্য আমাদের বারবার সম্যসা মুখে পড়তে হয়।
তাই এ সম্যসা থেকে বের হওয়ার জন্য আমি আবার ও আসসি আপনাদের কাছে। কাজ টা সহজ করা পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি।
তাই আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপস সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যম আপনাদের ছবির প্রস্থ ও উচ্চতা ছোট বড় আকারের খুব সহজেই করতে পারবেন ।
যদি আপনারা শিখতে চান তো দয়া করে শেষ পর্যন্ত পড়েন, আপনাদের অনেক কাজে লাগতে পারে। তাই দেরি না করে শুরু করা যাক।
প্রথমে আপনাদেরকে যে কাজ করতে হবে আগে প্লে-স্টোর থেকে একটি অ্যাপস টি নামাতে হবে অথবা সরাসরি এখান থেকে নামাতে পারবেন মাএ পঁয়ত্রিশ এমবি। এ অ্যাপসটি নামাতে এখানে ক্লিক করুন
এ অ্যাপসটি নামানোর পর অ্যাপস এর ভিতরে প্রবেশ করুন ।
যা যা অনুমতি চাইবে সব দিবেন ।সব দেওয়ার পর দেখবেন ওপরে লাইনে দেখবেন চারটা বিকল্প থাকবে, শেষে চার নম্বর টা নির্বাচন করবেন, নির্বাচন করে আবার অনেক নাম আসবে তার থেকে সবচেয়ে উপরের টা নির্বাচন করবেন। করে সরাসরি আপনার গ্যালারীতে নিয়ে যাবে, আপনি আপনার পছন্দের মতো একটা ছবি বাছাই করে নিবেন। তারপর দেখবেন সঠিক চিহ্ন দেওয়ার জায়গায়, ওখানে টিক চিহ্ন দেবেন। তারপর দেখবেন প্রথম লাইনে তিন নম্বরের মেমোরি কার্ডের মত আছে ওখানে ক্লিক করলে দুই টা বিকল্প থাকবে দুই নম্বর টা নির্বাচন করবেন। তারপর আসবে গ্যালারীতে সংরক্ষণ করা বিকল্প সেখানে দেখবেন অনেক গুলো বিকল্প আছে, ওখানে শুধু আপনাদেরকে চার নম্বর টা নির্বাচন করে ওখানে ও অনেক বিকল্প থাকবে, কিন্তু শুধু আপনাদেরকে এক নম্বরে যেটা আছে ওটা দুই নম্বরের দিবেন বেশ হয়ে গেল। তারপর আপনারা দেখবেন যে ওখানে একটা প্রস্থ ও উচ্চতা ছোট বড় আকারের করা জন্য দেখতে পারবেন, ওখানে আপনাদের ইচ্ছে মত নম্বর বসিয়ে দিন। আপনাদের ছবির কত প্রস্থ ও উচ্চতা লাগবে। আর অন্যদের কাছে ও বিষয় নিয়ে বলুন।
ধন্যবাদ সবাইকে এতক্ষন সাথে থাকার জন্য। আশাকরছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।আর ভুল থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন।
আজকে এখানে শেষ করলাম অন্য একদিন নিয়ে আসব অন্য একটা বিষয় নিয়ে। ততোক্ষণ সবাই ভালো থাকবেন
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।