পরীক্ষায় বেশি নাম্বার পাবার উপায়

পরীক্ষা, আপনি কতদুর পড়ছেন এবং কতটুকু পড়াটা বুঝছেন এটা বোঝার জন্য পরীক্ষা নেওয়া হয়।যারা পড়াশোনা করেন তারা এই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত।সবাই চায় পরীক্ষায় ভালো নম্বর পেতে।আজকে আমি আপনাদের এমন ৫টি টিপস দিবো। যাতে আপনিও পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন।

১. ভয় এই জিনিসটাকে নিজের মনে জায়গা দিবেন না।পরীক্ষাটাকে নিজের দৈনন্দিন রুটিন এর মধ্যকার একটা বস্তু হিসেবে মনে করুন।

২.আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান।তাহলে,প্রথমে আপনাকে পড়তে হবে না আমি আপনাকে একদম দিন-রাত পড়ার জন্য বলছি।। দিনে শুধু আড়াই-তিন ঘন্টা সময় পড়ুন।

৩.পড়ার সময় পরীক্ষার জন্য নয় বরং আপনার ভবিষ্যৎ এর কথা ভেবে মন-প্রান দিয়ে পড়ুন।পড়ার জন্য বিষয় অনুযায়ী রুটিন করে রাখুন।

৪. পরীক্ষার দিনের আগের দিন পড়াগুলো রিভাইজ করে নিশ্চিন্তমনে ঘুমান।পর্যাপ্ত ঘুম না হলে আপনি কখনই ভালোভাবে লিখতে পারবেন ।। কারন আপনার মাথাব্যাথা হবে এবং আপনার আত্মবিশ্বাসে এর প্রভাব পড়বে।

৫.পরীক্ষার খাতায় এমনভাবে লিখুন যাতে স্যার আপনার খাতায় নাম্বার দিতে বাধ্য হয়।।খাতায় মার্জিন দিয়ে লেখা শুরু করুন এবং স্পষ্ট করে লেখুন।

এই পাচটি পন্থা অবলম্বন করে আপনিও পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারেন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন