ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য প্রকারভেদ এবং সুবিধা-অসুবিধা জেনে নেন

ফাইবার অপটিকের বৈশিষ্ট্য

  • ইলেকট্রিসিট্রি মতো আলোক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না বলে এতে এটেনুয়েশন নেই বললেই চলে ।এটেনুয়েশন না থাকার মাঝ দিয়ে সিগনাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে ।
  • ফাইবার অপটিক কাবল ইএমআই নেই বলে এই সব স্থানে ব্যাবহার করা যায় ।এমনকি যেখানে অনেক ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের মাঝে নেটওয়ার্ক তৈরি করতে হলে একমাএ ফাইবার অপটিকই দিতে পারে ইএমআই থেকে মুক্তি।
  • এটি ইলেকট্রিক্যাল সিগনাল পরিবর্তে আলোক বা লাইট সিগনাল টান্সমিট করে ।
  • এতে আলোকের পূর্ন অভ্যন্তরীন প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্য গমন করে ।
  • এতে জিবিপিস রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে ।
  • নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক ক্যাবল অধিক ব্যাবহারিত হয়।

 

ফাইবার ক্যাবলের সুবিধা-

  • উচ্চ ব্যান্ডউইড সম্পন্ন
  • বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত
  • নির্ভল ডেটা আদান-প্রদান করে
  • পরিবেশনের তাপ-চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না
  • আকারে ছোট ,ওজন অত্যন্ত কম, এবং সহজে পরিবহনযোগ্য
  • শক্তির ক্ষয় কম ।
  • ডেটা সংরক্ষনের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি
  • রিপিউটারসমূহ অনেক দূর দূরে স্থাপন করতে হয় না ।

ফাইবার ক্যাবলের অসুবিধা-

  • ফাইবার অপটিক ক্যাবল ইনস্টল করা বেশি কঠিন
  • একে প্রয়োজনমতো বাকানো যায় না বলে ইনস্টল বেশ কঠিন হয়ে পড়ে ।
  • ফাইবা অপটিক ক্যাবলকে সহজে স্নাইস বা টুকরো করা যায় না । এর স্নাইসিং এর জন্য দরকার পড়ে ইলেকট্রিক ফিউশিন কিংবা কিমেক্যাল এপোক্সি ।
  • অন্যান্য ক্যাবলের চেয়ে দাম বেশি ।
  • অপটিক্যাল ফাইবার স্থাপন এবং রক্ষানাবেক্ষন করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসমূন্ন জনবল প্রয়োজন ।

ফাইবার অপটিক ক্যাবলের প্রকারভেদ-

ফাইবার অপটিক ক্যাবল দুভাগে বিভক্ত-

  • স্টেপ ইনডেক্স ফাইবার
  • গ্রেডড ইনডেক্স ফাইবার

স্টেপ ইনডেক্স ফাইবার: স্টেপ ইনডেক্স ফাইবারে কোরের প্রতিসরাংক সর্বএ সমান থাকে।

গ্রেডেড ইনডেক্স ফাইবাঃ গ্রেডড ইনডেক্স ফাইবারে কোরের প্রতিসরাংক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং এর ব্যাসার্ধ বারবর কমতে থাকে ।কোরের প্রতিসরাংকেরভিন্নতার কারনে এ দু ধরনের ফাইবার আলোকে রশ্মির গতিপথ ভিন্ন হয়।

কোরের ব্যস অনুযায়ী ফাইবার অপটিককে দুভাগে ভাগ করার যায়। যথা

  • সিঙ্গেলমোড ফাইবার
  • মাল্টিমোড ফাইবার

<

Related Posts

9 Comments

মন্তব্য করুন