ফোন লক থাকা অবস্থায় হাইড হয়ে থাকবে হয়ে থাকবে ম্যাসেজ, কল ইত্যাদি সকল নোটিফিকেশন By Settings options

___ বিসমিল্লাহির রাহমানির রাহীম______

 

 

আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আর grathor.com এর সাথে থাকলে সকলে ভালোই থাকে। উপরের টাইটেলটি দেখে বুঝতেই পারছেন কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি ।কিভাবে ফোন লক থাকা অবস্থায় নোটিফিকেশন হাইড করবেন!তো চলুন শুরু করা যাক……. একটা জিনিস খেয়াল করলে দেখবেন ,,ফোন লক থাকা অবস্থায় কেউ ফোন বা ম্যাসেজ দিলে সেটা দেখা যায়৷ কে ফোন দিলো কিংবা কে ম্যাসেজ পাঠালো ,,কোন নাম্বার থেকে & কি ম্যাসেজ পাঠালো সেটা দেখা যায়।

কিন্তু এই নোটিফিকেশন গুলো যেন পড়তে না পারি ,,সেজন্য আপনাকে যেগুলো করতে হবে। প্রথমে ফোনের Setting option এ যাবেন

 

তারপর একটু নিচে গিয়ে দেখবেন লেখা আছে Security option…সেটা Select করুন

আমরা প্রত্যেকেই ফোনে প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি ,,সেটাকে রিমুভ করে দিন। তারপর নিচের মতো পিন,পাসওয়ার্ড, প্যাটার্ন যেকোন একটা Select করুন

আমি প্যাটার্ন সিলেক্ট করলাম ।

 

এবার এটিকে continue দিন,,তারপর Confirm করুন

 

এবার তিনটি অপশন দেখতে পাবেন!! ২ নাম্বার অপশন টি বেছে নিন & Done এ ক্লিক করুন ।

আপনার কাজ শেষ । দেখুন মাসেজ হাইড হয়ে আছে!

এখন আপনার দেয়া লক টি খুলে ম্যাসেজ দেখতে পারেন। এবার কেউ ম্যাসেজ বা যেকোন নোটিফিকেশন আসলে এরকম হাইড দেখাবে এভাবেই ফোন লক থাকা অবস্থায় সকল নোটিফিকেশন হাইড করতে পারবেন।

 

প্রশ্নঃএই Settings সবাই জানে,এরকম পোস্ট দেয়ার মানেই হয় না;

 

উত্তরঃ- হ্যাঁ,,আগেই বলেছি যারা জানে না তাদের জন্য এই পোস্ট টা করছি।

 

প্রশ্নঃ- পোস্ট টা দেয়ার কারণ কি?এতে আমাদের কি লাভ হলো?

 

উত্তর ঃঃ- আজকাল সকলের ই প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধব রয়েছে ।কখন তারা ফোন বা ম্যাসেজ দেয়। এগুলো খেয়াল থাকে না!দেখা যাচ্ছে তারা এমন একটা ম্যাসেজ দিলো যেটা অন্য কেউ দেখতে পেলে Problem হবে!এমন সময় ফোনের স্কিন লক হয়ে থাকলেও সেই ম্যাসেজ টা পড়তে পারতাম! কিন্তু এই পোস্ট টার মাধ্যমে সেটি দেখানো হয়েছে। তারা ম্যাসেজ দিলেও ফোন যতক্ষণ না Unlock করছি ততক্ষণকেউ সেটা পড়তে পারবে না।এতে নিজের ই অনেক সুবিধা রয়েছে মনে করি! পোস্ট টির মূল উদ্দেশ্যে এটাই ছিলো। কোনোরকম ভুলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন । আজ এই পর্যন্ত ই,, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,,আল্লাহ হাফেজ

Related Posts

13 Comments

মন্তব্য করুন