সিরিয়ালের নায়ক নায়িকাদের বেতন, সিরিয়ালের নায়ক নায়িকাদের স্যালারী, সিরিয়ালে অভিনেত্রীদের স্যালারী, সিরিয়ালের বেতন,নায়ক নায়িকাদের স্যালারী, সম্মানি
নায়ক নায়িকারা কতো টাকা আয় করে থাকে ? এটা জানার ইচ্ছা আমাদের প্রায় সবারই থাকে । এটা আমাদের কাছে কৌতুহলের একটা বিষয় । তো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো । আশা করছি আপনারা বিনোদন উপভোগ করবেন । আমার নতুন আর একটা আর্টিকেল এ স্বাগতম ।
আমরা বাংলাদেশী হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রভাব সীমাহীন, সেটা খাবারে , ট্রাডিশনে , পোশাকে, আর বিনোদনে সবচেয়ে চেয়ে বেশি । আমরা সবাই আমাদের দেশের
টিভি চ্যানেল গুলোই বেশী দেখে থাকি । প্রতিদিন আমরা একধরনের আসক্তি তে দেখতে থাকি । একেকটা সিরিয়াল তিন বছর থেকে চার বছর এমনও আছে যে ১০ বছর পর্যন্ত চলছে । কি অবাক লাগানো কান্ড ! ১০ বছর কি কম ? একটা গল্প কে টেনে হিচড়ে এতো লম্বা করা কি কম কথা , আবার তার টিআরপি ও ভালো । যদি ও আমাদের বাংলাদেশের নাটকের কথা বলি , তাহলে তিন চার বছর পর্যন্ত খুব কমই হয়,কিংবা হয়না ।
ভারতের সিরিয়াল গুলোতে ব্যায়ের পরিমান জানলে অবাক হতেই হবে । তাদের পোশাক গুলো ও এতো তাঁক লাগানো , আবার অন্যান্য সাজসজ্জার বিষয়গুলো তো আছেই । তারা নাটকের শুটিং করার জন্যে লন্ডন ,আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে পর্যন্ত গিয়ে থাকে । বিভিন্ন প্রোডাক্ট হাউজ গুলো তাদের প্রডিওসার হয়ে থাকে । আর সিরিয়ালের প্রচারনা এতো জোরদার বলার মতো না , আমাদের দেশে তো সিনেমার প্রচারণা ও ওতো হয় না । একটা সিরিয়াল তার আলোচনা সমালোচনা একটা সফল সিনেমার চেয়েও বেশী হয়ে থাকে , তাছাড়াও বিভিন্ন গোজিপিং তো আছেই ।
এবার আসি ভারতে একটি সিরিয়ালের জন্যে কতো ব্যায় করে সেটা বলা মশকিল তবে আমরা সিরিয়ালের নায়ক নায়িকাদের সম্মানি বলতে পারবো ।তো তারা এখানে দিন হিসেবে পেমেন্ট নিয়ে থাকে । একি নাটকের বিভিন্ন জনের বিভিন্ন রকম পেমেন্ট করে থাকে । কিছু সিরিয়ালে নায়কদের পেমেন্ট বেশী হয় আবার কোনো সিরিয়ালে নায়িকাদের পেমেন্ট বেশী হয় এমন কি কোনো কোনো সিরিয়ালে ভিলেনের পেমেন্ট ও বেশী হয় ,এখানে যার জনপ্রিয়তা বেশী তার পেমেন্ট বেশী ।
এবার আমরা জানবো তারা সর্বোচ্চ কতো পেমেন্ট করে থাকে , একেকটা দিন হিসেবে । আমার জানা মতে , এবছর সিরিয়ালের জন্যে সর্বোচ্চ পেমেন্ট দেয়া হয়েছে বা হচ্ছে “”হিনা খান “”। একতা কাপুরের অনেক আলোচিত সমালোচিত সিরিয়াল “” কাসোতি জিন্দেগি কি “” এই সিরিয়ালের জন্যে হিনা খান *আড়াই লাখ রুপি * দিন হিসেবে পেমেন্ট দিচ্ছেন । আর সর্বনিম্ন ১৫ হাজার রুপি হয়ে থাকে । অবাকের বিষয় হলো সিরিয়ালে যারা চাকর বা চাকরানীর অভিনয় করেন তারা এই রকমের একটা পেমেন্ট পেয়ে থাকে । প্রায় সিরিয়ালগুলোতে আড়াই লাখের নীচে পেমেন্ট করে ।এখন নিশ্চয় আপনারা একটা ধারনা পেলেন কতোটা ব্যায় করে তারা । তাইতো তাদের কে দেখতে ইচ্ছে হয় । আর আমি যদি বাংলাদেশের নাটকের কথা বলি সেখানে এর এক শিকিও ব্যায় করা হয় না । আর কিছু বলছি না এ বিষয়ে আপনারা বুঝতেই পারছেন।
লেখক হওয়াটা আমার আকাঙ্ক্ষা ,
তবে এটা আমার স্বপ্ন নয় ।”
(ফারজানা এনজেল মায়া)
এত টাকা??
nice
Hmm
❤️
❤️
https://blog.jit.com.bd/90hz-120hz-refresh-rate-4648
Nice
ok