মাত্র ৫ মিনিটেই বানিয়ে নিন একটি এন্ড্রয়েড এপ,বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন!

আসসালামু আলাইকুম!

মহান আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন।

আজকের আলোচনার টপিক হচ্ছে কিভাবে কোডিং ব্যাতিত মাত্র ৫ মিনিটে একটি এন্ড্রয়েড এপ ক্রিয়েট করবেন?

তো চলুন শুরু করা যাক।

★প্রথমে এই লিংকটিতে প্রবেশ করুন।

তারপর এই রকম একটি এন্টার পেজ আসবে:

 

 

 

 

 

 

★তারপর আপনি যে ওয়েবসাইট নিয়ে এপ ক্রিয়েট করতে চান,সেই সাইট এর লিংক Url বক্স এ দিন।

★App title এ আপনার এপস টির নাম দিবেন।

★Icon এ টাচ করে আপনার গ্যালারী থেকে আপনার পূর্বে ডাউনলোড করা এপস আইকন টি চয়েস করে নিবেন।

Example:আমি যে এপ টি ক্রিয়েট করবো তার Url:https://grathor.com

App title:GRATHOR

Icon:GRATHOR এর আইকনটাই ইউস করার ইচ্ছা ছিলো।বাট PNG ফাইল না থাকাই তা possible হয় নাই।

 ★তারপর Creat my app এ ক্লিক করবেন।

★তার পর নিচের Download your Android Package from this link এ ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন।

ধন্যবাদ

বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন

Related Posts