মোবাইলের ধীরগতির সমাধান

আপনার মোবাইলটি খুব ধীরগতিসম্পন্ন হয়ে গেছে? যে কোনো এপলিক্যাশন অন করতে দেরি হয়? মাঝে মাঝে ফোনের স্ক্রিন একদম কালো আর ব্ল্যাঙ্ক হয়ে থাকে?টাচ কাজ করে না?ইনস্টলেশন এ ও অনেক সময় নেয়??
যারা এই সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য এই টিপস টি।
প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনটির সেটিংস অপশনে যান।তারপর স্ক্রল ডাউন করে,”এবাউট ফোন” অপশনে যান। তারপর,এবাউট ফোন অপশনে খুজুন “বিল্ডার ভার্সন” নামক অপশনটি।তারপর,”বিল্ডার ভার্শন” অপশনে পরাপর ৫ বার চাপুন।তারপর হোম বাটনে চেপে সমস্ত রিসেন্ট এপগুলা পরিষ্কার করে নিন।
আবার,সেটিংস অপশনে গিয়ে এবাউট ফোনের ইকটু উপরে গিয়ে দেখবেন “ডেভলপার” নামক একটি অপশন আসবে । ওই অপশনে গিয়ে খুজুন।
–উইন্ডো এনিমেশন স্কেল।
–ট্রান্সিশন এনিমেশন স্কেল।
–এনিমেটর ডিউরেশন স্কেল।
এবার এই ৩ টি অপশন যে কোনো মাত্রায় ঈ দেওয়া থাকুক।আপনার করনীয় হলো,
এনিমেশন স্কেল . ৫× এ দিয়ে দিন।
তারপর আপনি হোম এ এসে সমস্ত রিসেন্ট এপগুলো পরিষ্কার করুন।।
তারপর,আপনি আপনার ফোনের পাওয়ার বাটন টি কিছুক্ষন চেপে রাখুন তখন যে ইন্টারফেস টা আসবে,। সেখানে রিবুট বা রিস্টার্ট লেখা থাকবে ওইটা ক্লিক করে ওকে চাপুন। তারপর, আপনার এন্ড্রয়েড ডিভাইস টি আপনা-আপনি বন্ধ হবে এবং খুলবে।
কাজ,শেষ।

এবার নিশ্চয়ই আপনার ফোনিটি আগের চেয়ে দ্রুত গতিসম্পন্ন হবে।এবং আপনার বিরক্তি অনেকটাই কমবে।

Related Posts

8 Comments

মন্তব্য করুন