Cheap price backlink from grathor: info@grathor.com

লবনের সঠিক ব্যবহার#

🎉 Get ৳10000 Bonus!

বাস্তুশাস্ত্র এমন নির্দেশও দেওয়া হচ্ছে যে,লবনেট সঠিক ব্যবহার বদলে দিতে পারে মানুষের ভাগ্য।কিভাবে?

রইল  ৬ টি পরামর্শ-

হিন্দু শাস্ত্রে সামুদ্রিক লবনকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।বিবিধ হিন্দু অনুষ্ঠানে এবং পূজাকর্মে লবনকে অপরিহার্য অঙ্গ বলে মনে করা হয়।

১.বলা হয় লবন নেতিবাচক শক্তিকে বাড়ির বাইরে রাখতে সক্ষম।লবনের এই গুনের সুফল পেতে হলে এক বালতি জলে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে সেইজল দিয়েঘর মুছে নিন।

২.ছোট ছোট পাত্রে লবন ভরে পাত্রে  ঘরে রেখে দিন।এতে বাস্তুদোষ দূর হবে।

৩.আপনি কি অবসাদ বা উদ্বেগ এ ভুগছেন?তাহলে একটি লবনের ডেলা মুঠোর মধ্যে ধরে রাখুন   কিছুক্ষন,তারপর বেসিনে সেই লবন সমেত হাতটি ধুয়ে ফেলুন।এতে শরীর থেকে নেতিবাচক শক্তি দূরীভূত হবে।

৪.ঘরের ছোটোখাটো জিনিস পরিষ্কার এর সময় সময় লবন ব্যবহার করুন।লবন স্ক্রাবার হিসেবে কাজ করে,ফলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হয়। ফলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হবে

৫.মুখ ধোয়ার কাজেও লবন ব্যবহার করতে পারেন।এতে দাত পরিষ্কার ও শক্ত হবে।

Related Posts

8 Comments

Leave a Reply